HomeMobilesফোনে খেলা করছে সমুদ্রের মতো নীল জলরাশি, প্রথম দর্শনেই তাক লাগাল iQOO...

ফোনে খেলা করছে সমুদ্রের মতো নীল জলরাশি, প্রথম দর্শনেই তাক লাগাল iQOO Z7 Pro

iQOO Z7 Pro আগামী ৩১ আগস্ট ভারতে লঞ্চ হবে বলে জানা গেছে৷ ভিভো (Vivo) অধীনস্থ ব্র্যান্ডটি টিজারের মাধ্যমে স্মার্টফোনটির কার্ভড-এজ ডিসপ্লে দেখিয়েছে৷ এবার ডিভাইসটির আকষর্ণীয় নীল (ব্লু লেগুন) কালার অপশনের ফার্স্ট লুক জনসমক্ষে আনল আইকো, যা প্রথমবারের জন্য iQOO Z7 Pro-এর রিয়ার ডিজাইন তুলে ধরেছে।

iQOO Z7 Pro-এর ব্লু লেগুন ভ্যারিয়েন্টের টিজার

কোম্পানি দ্বারা শেয়ার করা টিজার অনুযায়ী, আইকো জেড৭ প্রো-এর ব্লু লেগুন সংস্করণে দৃষ্টিনন্দন ডুয়েল-টোন ফিনিশ রয়েছে। ওপরের অংশে সাদা আভা দেখা যাচ্ছে, যা ধীরে ধীরে নীচের অংশের দিকে হালকা নীল শেডে রূপান্তরিত হয়েছে। নীল অংশটি একটি চিত্তাকর্ষক তরঙ্গের মতো ডিজাইন প্রদর্শন করে।

এই ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) যুক্ত ডুয়েল-ক্যামেরা সিস্টেম দেখা যাবে। ক্যামেরা আইল্যান্ডে একটি রিং-এলইডি ফ্ল্যাশও থাকবে, যার পোশাকি নাম অরা লাইট। ফোনের ডানদিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটন অবস্থান করবে। ছবিতে ফোনের নীচের অংশে সিম স্লট, মাইক্রোফোন, ইউএসবি-সি পোর্ট এবং স্পিকার গ্রিল দেখা গিয়েছে। নিরাপত্তার জন্য, এতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে।

উল্লেখ্য, iQOO Z7 Pro 5G গত মে মাসে চীনে লঞ্চ হওয়া Vivo S17e-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে শোনা যাচ্ছে। সুতরাং, Z7 Pro 5G ফোনে ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে, ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৬৪ + ২ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, Dimensity 7200 চিপসেট, সর্বাধিক ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (FunTouch OS 13) কাস্টম স্কিন এবং ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।

RELATED ARTICLES

Most Popular