ওলেড ডিসপ্লে সহ আছে 6000mah ব্যাটারি, প্রকাশ্যে iQOO Z9 সিরিজের স্পেসিফিকেশন

Avatar

Published on:

iQOO Z9 Display

আইকো ভারতের বাজারে তাদের নতুন iQOO Z9 স্মার্টফোনটি লঞ্চ করার জন্য অন্তিম পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে। এটি আগামী ১২ মার্চ এদেশে পা রাখতে চলেছে। তবে মজার বিষয় হল, ভারতে লঞ্চের আগেই, চীন থেকে একটি সূত্র স্ট্যান্ডার্ড iQOO Z9 এবং iQOO Z9x-এর স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস করে দিয়েছে। এই নির্দিষ্ট মডেলগুলি সম্ভবত ব্র্যান্ডের হোম মার্কেটেও আসবে। চলুন দেখে নিই, ডিভাইসগুলি কি কি অফার করতে চলেছে।

ফাঁস হল iQOO Z9 সিরিজের স্পেসিফিকেশন

সুপরিচিত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) ওয়েইবো (একটি চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট)-তে আইকো জেড৯ লাইনআপের কিছু বৈশিষ্ট্য শেয়ার করেছেন। তার দাবি, স্ট্যান্ডার্ড আইকো জেড৯-এর চীনা মডেলে ভারতীয় ভ্যারিয়েন্টের তুলনায় ভিন্ন স্পেসিফিকেশন থাকবে।

জানিয়ে রাখি, আইকো ভারতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর সহ জেড৯ ৫জি লঞ্চের পরিকল্পনা করছে। তবে, চীনা ভার্সনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট থাকবে বলে জানা গেছে। টিপস্টার যোগ করেছেন যে, ডিভাইসটিতে বড় ৬.৮ ইঞ্চির ফ্ল্যাট ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন (২,৮০০ x ১,২৬০ পিক্সেল) অফার করবে।

অন্যদিকে, আইকো জেড৯এক্স-এ এলসিডি (LCD) প্যানেলও ফুলএইচডি রেজোলিউশন সাপোর্ট করবে। জেড৯এক্স মডেলটি সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর নিয়ে লঞ্চ হবে। দু’টি ফোনেই বড় ৬,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে হ্যান্ডসেটগুলির চার্জিং স্পিড এখনও সামনে আসেনি।

সঙ্গে থাকুন ➥