50 মেগাপিক্সেল ক্যামেরার Nokia G42 5G ফোনের দাম কত রাখা হবে, লঞ্চের আগেই ফাঁস করল সংস্থা

Avatar

Published on:

Nokia g42 price in india teased ahead of official launch

গত জুন মাসে গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করে Nokia G42। সম্প্রতি সংস্থার তরফ থেকে ঘোষণা করা হয় যে, আলোচ্য স্মার্টফোনকে আগামী ১১ই সেপ্টেম্বর ভারতেও আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে। এক্ষেত্রে আমাদের অনুমান, উক্ত ফোনের ভারতীয় সংস্করণটি গ্লোবাল ভ্যারিয়েন্টের অনুরূপ স্পেসিফিকেশন সহ আসবে। কেননা Nokia তাদের একটি লেটেস্ট X পোস্টে নিশ্চিত করেছে যে, Nokia G42 স্মার্টফোনটি এদেশে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০+ ৫জি চিপসেট, ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার AI ক্যামেরা সেটআপ এবং মোট ১১ জিবি র‍্যামের সাথে আসবে। এই প্রত্যেকটি ফিচারই গ্লোবাল ভার্সনের সাথে হুবহু মিলে গেছে। এই একই পোস্টে সংস্থাটিকে Nokia G42 স্মার্টফোনের ভারতীয় দামও টিজ করতে দেখা গেছে।

অফিসিয়াল লঞ্চের Nokia G42 স্মার্টফোনের দাম সামনে এল

নোকিয়া আজ তাদের X (পূর্বে Twitter নামে পরিচিত) হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে। যেখানে ‘Rs 16,xxx’ এবং ‘Rs 18,xxx’ লেখা দেখা গেছে। আসন্ন নোকিয়া জি৪২ স্মার্টফোনের দাম অনুমান করার জন্য ফ্যানদের উল্লেখিত দুটি বিকল্পের মধ্যে একটিকে বেছে নিতে বলা হয়। এর থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে, এদেশে জি-সিরিজের এই স্মার্টফোনের দাম ১৯,০০০ টাকার নিচে রাখা হবে।

পোলের ফলাফলে দেখা গেছে, বেশিরভাগ X ব্যবহারকারী প্রথম বিকল্প অর্থাৎ ‘Rs 16,xxx’ -তে ভোট দিয়েছেন। যদিও ফ্যানদের এই উত্তর আদৌ সঠিক হবে কিনা জানতে আমাদের আগামী সোমবার অর্থাৎ নোকিয়া জি৪২ -এর অফিসিয়াল লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Nokia G42 এর স্পেসিফিকেশন

নোকিয়ার তরফ থেকে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে যে, আসন্ন নোকিয়া জি৪২ স্মার্টফোনকে লঞ্চ-পরবর্তী সময়ে ই-কমার্স সাইট অ্যামাজনের মাধ্যমে বিক্রি করা হবে। আর আমরা আগেই বলেছি যে এর ফিচার হয়তো গ্লোবাল ভ্যারিয়েন্টের অনুরূপ থাকবে। এক্ষেত্রে আলোচ্য মডেলটি ৬.৫৬-ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে সহ আসতে পারে। এই ডিসপ্লের ডিজাইন হবে ওয়াটার-ড্রপ নচ স্টাইলের এবং এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। দুর্দান্ত সাউন্ড সরবরাহের জন্য ডিভাইসে OZO-চালিত লাউড-স্পীকার দেওয়া হবে। আবার ইউজারদের ডেটা সুরক্ষিত রাখার জন্য ফোনটির পাওয়ার বাটনেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেডেড থাকবে। এছাড়া ডিভাইসের ব্যাক প্যানেলে পিল-আকৃতির ক্যামেরা মডিউল লক্ষ্যণীয়।

উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য Nokia G42 5G ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর ব্যবহার করা হবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করেছে নোকিয়া। এটিকে ৪ জিবি/৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। যদিও ভার্চুয়াল র‍্যাম ফিচারের সাহায্যে এর র‍্যাম ক্যাপাসিটি ১১ জিবি পর্যন্ত বাড়ানো যাবে বলে টিজ করা হয়েছে। আসন্ন হ্যান্ডসেটের সাথে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের সিকিউরিটি প্যাচ দেওয়া হবে। এছাড়া Nokia G42 -এর গ্লোবাল ভ্যারিয়েন্টের মতো ভারতীয় সংস্করণেও হয়তো ২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে। এটি – পার্পেল এবং গ্রে কালার বিকল্পে আসবে।

সঙ্গে থাকুন ➥