গত বছরের সবচেয়ে দামী 5G ফোনের দাম কমালো OnePlus, সস্তায় পাবেন ফ্ল্যাগশিপ ফিচার

Avatar

Published on:

OnePlus 11 5G Price Cut

সাম্প্রতিক সময়ে বাজারে স্মার্টফোনের দাম কমার যেন একটা হিড়িক শুরু হয়েছে। আর এই ট্রেন্ডে গা ভাসিয়ে সম্প্রতি নিজের অন্যতম দামী ফোনের দাম কমালো OnePlus। কোম্পানি তার গত বছরের সবচেয়ে মূল্যবান হ্যান্ডসেট OnePlus 11 5G-র দাম 2 হাজার টাকা সস্তা করে দিয়েছে। ফোনটি দুটি স্টোরেজ সংস্করণে আসে – এর মধ্যে 8 জিবি র‍্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত ভ্যারিয়েন্টটি আগের চেয়ে কম দামে কিনতে পারবেন। আসুন, এক নজরে OnePlus 11-এর নতুন দাম এবং মূল ফিচারসমূহ দেখে নিই।

দাম কমল OnePlus 11 5G-র, এখন কত দিয়ে কিনতে পারবেন?

ওয়ানপ্লাস 11 5জি ফোনটির 8 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে 56,999 টাকা, তবে 2 হাজার টাকা দাম কমায় এখন এটি 54,999 টাকায় পাওয়া যাবে। এক্ষেত্রে অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) থেকে ফোনটি কিনলে 4,000 হাজার টাকার কুপন ডিসকাউন্ট অ্যাপ্লাই করতে পারবেন, সাথে থাকবে হাজার টাকার ব্যাঙ্ক অফারও।

আবার অর্ডারের সময় পুরোনো মডেলের বিনিময়ে সর্বাধিক 52,249 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যেতে পারে। তবে, এই ছাড় নির্ভর করবে যে ফোন বদলে নিতে চান তার বর্তমান অবস্থা ব্র্যান্ড মডেল ইত্যাদির ওপর।

OnePlus 11 5G-এর স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস 11 5জি ফ্ল্যাগশিপ ফোনটিতে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.7 ইঞ্চি কিউএইচডি+ (রেজোলিউশন 3216×1440 পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর, যার সাথে 16 জিবি পর্যন্ত র‍্যাম ও 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের বিকল্প বর্তমান। পাওয়ার ব্যাকআপের কথা বললে এটি 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের 5,000 এমএএইচ ব্যাটারি অফার করে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 48 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 32 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

উল্লেখ্য, এই ওয়ানপ্লাস ফোনটি ইটারনাল গ্রিন এবং টাইটান ব্ল্যাক – দুটি কালার অপশনে উপলব্ধ।

সঙ্গে থাকুন ➥