কালোর সঙ্গে সবুজ, OnePlus 11 আসতে চলেছে দুই নজরকাড়া কালার অপশনে

Avatar

Published on:

OnePlus 11 launch in Matte and Glossy Green Colour

ওয়ানপ্লাস বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের নম্বর সিরিজটি বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে। OnePlus 11 সম্পর্কে ইতিমধ্যেই অনলাইনে বহু তথ্য ফাঁস হয়েছে। আর এখন এক টিপস্টার এই আপকামিং ফোনটির কালার ভ্যারিয়েন্টগুলি প্রকাশ্যে এনেছেন। জানা যাচ্ছে দুটি রঙের বিকল্পের সাথে বাজারে পা রাখবে OnePlus 11। এমনকি, এই শেডগুলির বাণিজ্যিক নামও শেয়ার করেছেন তিনি। চলুন তাহলে আসন্ন ওয়ানপ্লাস ফোনটির সম্পর্কে কি কি নতুন তথ্য উঠে এল, জেনে নেওয়া যাক।

ফাঁস হল OnePlus 11- এর কালার অপশন

টিপস্টার ম্যাক্স জাম্বোর তার সাম্প্রতিক টুইটে দাবি করেছেন যে, আসন্ন ওয়ানপ্লাস ১১ ফ্ল্যাগশিপ ফোনটি ম্যাট ব্ল্যাক এবং গ্লসি গ্রীন- এই দুই কালারে বেছে নেওয়া যাবে। নামগুলি শুনেই বোঝা যাচ্ছে যে, প্রথম বিকল্পের ব্যাক প্যানেলে ম্যাট টেক্সচার থাকবে, যেখানে পরেরটি গ্লসি ফিনিশের সাথে আসবে। তবে, এই বিবরণগুলি ছাড়া টুইটটি থেকে ওয়ানপ্লাস ১১ সম্পর্কে আর কোনও অতিরিক্ত তথ্য সামনে আসেনি।

যদিও, ইতিমধ্যেই ওয়ানপ্লাস ১১-এর রেন্ডার অনলাইনে ফাঁস হয়েছে, যা প্রকাশ করেছে যে ওয়ানপ্লাসের এই পরবর্তী প্রজন্মের ডিভাইসটি রিডিজাইন করা ক্যামেরা মডিউল সহ আসবে। এতে একটি হাফ-পিল-আকৃতির বর্ডার থাকবে যা পাশের ফ্রেম থেকে পিছনের প্যানেলের মাঝখান অবধি প্রসারিত হবে। হ্যান্ডসেটটিতে তিনটি সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ সহ বৃত্তাকার রিয়ার ক্যামেরা বাম্প অবস্থান করবে৷ আবার সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, নতুন ওয়ানপ্লাস ১১-এ একটি ধাতব মিডল, ফ্রেম এবং সিরামিক দিয়ে তৈরি বডি দেখা যাবে৷

মূল স্পেসিফিকেশনের ক্ষেত্রে, OnePlus 11-এ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ২কে (2K) রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে। ডিভাইসটি কোয়ালকমের সাম্প্রতিকতম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ফ্ল্যাগশিপ প্রসেসর দ্বারা চালিত হবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের সাথে আসতে পারে। OnePlus 11 অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ইউজার ইন্টারফেসে রান করবে।

ফটোগ্রাফির জন্য, OnePlus 11-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৪৮ আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফোটো ইউনিটের সাথে যুক্ত থাকবে৷ আর ফোনের সামনে সেলফির জন্য একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 11 ফোনটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিটের সাথে আসবে। ওয়ানপ্লাস আগামী মাসে OnePlus 11 লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।

সঙ্গে থাকুন ➥