OnePlus 11R Solar Red: সস্তায় ফ্ল্যাগশিপ ফোন বেচছে ওয়ানপ্লাস, কত দাম দেখে নিন

Avatar

Published on:

OnePlus 11R Solar Red Price

ওয়ানপ্লাস সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা গত বছর লঞ্চ হওয়া সাব-ফ্ল্যাগশিপ OnePlus 11R স্মার্টফোনটির বেস ভ্যারিয়েন্টটিকে উজ্জ্বল সোলার রেড কালার অপশনে ভারতের বাজারে আনবে। ফোনটি আজ (18 এপ্রিল) থেকে এদেশে বিক্রির জন্য উপলব্ধ হবে বলেও জানানো হয়। আর সেইমতো এখন কোম্পানি OnePlus 11R-এর এই সংস্করণটির সেল চালু করেছে। আসুন তাহলে এই মডেলটির দাম এবং অন্যান্য বিবরণগুলি সর্ম্পক সবিস্তারে জেনে নেওয়া যাক।

OnePlus 11R Solar Red অপশনের মূল্য এবং লভ্যতা

চীনা ব্র্যান্ডের ওয়ানপ্লাস 11আর-এর সোলার রেড ভ্যারিয়েন্টটি আজ থেকে বেস স্টোরেজ কনফিগারেশনের সাথে ভারতে আনুষ্ঠানিকভাবে বিক্রি হচ্ছে। জানিয়ে রাখি, সোলার রেড কালার শেডটি এতদিন হ্যান্ডসেটের সর্বোচ্চ 512 জিবি স্টোরেজ বিকল্পের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন, বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটিও এই আকর্ষণীয় রঙে মিলবে। ওয়ানপ্লাস 11আর সোলার রেড-এর দাম রাখা হয়েছে 32,999 টাকা। কোম্পানি আইসিআইসিআই (ICICI), ওয়ানকার্ড (OneCard) এবং এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীদের ইনস্ট্যান্ট 1,250 ডিসকাউন্ট সহ ডিভাইসটি অফার করছে। আগ্রহী ক্রেতারা এখনই অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) থেকে এই ডিভাইসটি কিনতে পারবেন।

OnePlus 11R Solar Red-এর স্পেসিফিকেশন

নতুন কালার শেড ছাড়া, ওয়ানপ্লাস 11আর-এর সোলার রেড মূলত আসল মডেলের মতোই। এতে বড় 6.74 ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর10+ এবং 1,450 নিট-এর সর্বোচ্চ উজ্জ্বলতা প্রদান করে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8প্লাস জেন 1 প্রসেসরের সাথে এসেছে, যা অ্যাড্রেনো 730 জিপিইউ-এর সাথে যুক্ত রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 11R-এ 5,000 এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 100 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ ফোনটির পিছনে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ বিদ্যমান, আর সামনে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। OnePlus 11R-এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে, একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ব্লুটুথ 5.3 এবং স্টেরিও স্পিকার।

সঙ্গে থাকুন ➥