মিড রেঞ্জে OnePlus 12R নাকি iQOO Neo 9 Pro ফোন কেনা লাভজনক হবে দেখে নিন

Avatar

Published on:

OnePlus 12R vs iQOO Neo 9 Pro Comparison

একটি নতুন স্মার্টফোন কেনার জন্য যদি আপনাদের বাজেট 40,000 টাকার কাছাকাছি হয়, তাহলে আজ আমরা এমন দুটি সেরা বিকল্পের খোঁজ দেব যেগুলি দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ‘কুইক চার্জিং’ এর সুবিধাও দেবে। প্রথম সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ ফোনটি হল OnePlus 12R, যা গত 23শে জানুয়ারি এদেশে আত্মপ্রকাশ করেছিল। আর দ্বিতীয়টি হল একটি ফ্ল্যাগশিপ কিলার, যার নাম iQOO Neo 9 Pro (22শে ফেব্রুয়ারি)। উভয় মডেলই – 6.78 ইঞ্চির 1.5কে ডিসপ্লে, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর, সর্বোচ্চ 256 জিবি স্টোরেজ, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ফিচারের সাথে এসেছে। তবে কয়েকটি বিভাগে তারতম্যও নজরে পড়বে। এই ছোটোখাটো পার্থক্যের জন্যই উক্ত দুটি হ্যান্ডসেটের মধ্যে একটি তুলনায় অধিক জনপ্রিয়তা পেয়েছে। আজ আমরা এই প্রতিবেদনে OnePlus 12R এবং iQOO Neo 9 Pro ফোনের মধ্যে দাম ও ফিচারগত তুলনামূলক আলোচনা করতে চলেছি।

OnePlus 12R vs iQOO Neo 9 Pro : দাম

ভারতে ওয়ানপ্লাস 12আর স্মার্টফোনের দাম শুরু হচ্ছে 39,999 টাকা থেকে। এই দাম ডিভাইসটির 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। অন্যদিকে 16 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ মডেলটি 45,999 টাকায় কেনা যাবে। এটি – আয়রন গ্রে এবং কুল ব্লু কালার বিকল্পে পাওয়া যাচ্ছে।

এদেশের বাজারে আইকো নিও 9 প্রো স্মার্টফোন মোট তিনটি স্টোরেজ কনফিগারেশনে এসেছে। এক্ষেত্রে 8 জিবি + 128 জিবি স্টোরেজ, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 35,999 টাকা, 37,999 টাকা ও 39,999 টাকা ধার্য করা হয়েছে। এটি – ফায়ারি রেড ও কনকারর ব্ল্যাক কালার অপশনে লঞ্চ হয়েছে।

OnePlus 12R vs iQOO Neo 9 Pro : ডিসপ্লে, সেন্সর

ওয়ানপ্লাস 12আর স্মার্টফোনে 6.78-ইঞ্চির 1.5কে (2780×1264 পিক্সেল) প্রোএক্সডিআর (ProXDR) এলটিপিও অ্যামোলেড টাচস্ক্রিন রয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120 হার্টজ এবং ডলবি ভিশন প্রযুক্তি সাপোর্ট করে। নিরাপত্তার জন্য এতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা মিলবে।

আইকো নিও 9 প্রো স্মার্টফোনে আছে 6.78-ইঞ্চির 1.5কে (2800×1260 পিক্সেল) এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে প্যানেল। এই ডিসপ্লেতে 1-144 হার্টজ রিফ্রেশ রেট, 3000 নিট পিক ব্রাইটনেস এবং 2160 হার্টজ PWM ডিমিং প্রযুক্তি সাপোর্ট করে। সিকিউরিটি ফিচার হিসাবে এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান।

OnePlus 12R vs iQOO Neo 9 Pro : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ

ওয়ানপ্লাস 12আর স্মার্টফোনে কোয়ালকমের ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন 8 জেন 2 ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে 16 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 256 জিবি রম পাওয়া যাবে। ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অক্সিজেনওএস 14 কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত।

ভালো পারফরম্যান্স প্রদানের জন্য আইকো নিও 9 প্রো স্মার্টফোনে অ্যাড্রেনো 740 জিপিইউ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে আইকো কিউ1 সুপারকম্পিউটিং চিপও সমন্বিত থাকছে। এই ফোন 12 জিবি পর্যন্ত LPDDR5X র‍্যাম এবং সর্বোচ্চ 256 জিবি UFS 4.0 মেমরি সহ উপলব্ধ। যদিও হ্যান্ডসেটটি অতিরিক্তভাবে আরো 12 জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‍্যাম ফিচার সাপোর্ট করে। অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক ফানটাচওএস 14 কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে।

OnePlus 12R vs iQOO Neo 9 Pro : ক্যামেরা সেটআপ

ফটো ও ভিডিওগ্রাফির জন্য নয়া OnePlus 12R ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল – OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + 2 মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। এই ডিভাইসের সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান।

iQOO Neo 9 Pro স্মার্টফোনে রয়েছে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল – এফ/1.88 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের Sony IMX920 প্রাইমারি সেন্সর (সেন্সর সাইজ – 1/1.49 ইঞ্চি) এবং এফ/2.2 অ্যাপারচার ও OIS সহ 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এফ/2.45 অ্যাপারচার সমর্থিত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার দেওয়া হয়েছে।

OnePlus 12R vs iQOO Neo 9 Pro : ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ওয়ানপ্লাস 12আর ফোনে সামান্য বড় অর্থাৎ 5,500 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে, যা 100 ওয়াট সুপারভুক চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে আইকো নিও 9 প্রো ফোনে 5,160 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে 120 ওয়াট ফ্ল্যাশচার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারি 65 ওয়াট ইউএসবি পাওয়ার ডেলিভারি চার্জিংয়ের সুবিধাও প্রদান করে।

OnePlus 12R vs iQOO Neo 9 Pro : পরিমাপ ও রেটিং

OnePlus 12R ফোনের পরিমাপ 163.3×75.3×8.8 মিমি এবং ওজন 207 গ্রাম।

iQOO Neo 9 Pro স্মার্টফোনের পরিমাপ 163.53×75.68×8.34 মিমি (ফায়ারি রেড) / 7.99 মিমি (কনকারর ব্ল্যাক) এবং ওজন 190 গ্রাম (ফায়ারি রেড) / 196 গ্রাম (কনকারর ব্ল্যাক)।

সঙ্গে থাকুন ➥