HomeMobilesক্যামেরা হবে ঝাক্কাস, OnePlus Nord 5 ফোনে থাকবে OnePlus 12R এর ক্যামেরা...

ক্যামেরা হবে ঝাক্কাস, OnePlus Nord 5 ফোনে থাকবে OnePlus 12R এর ক্যামেরা সেন্সর

OnePlus বর্তমানে একটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোনের উপর কাজ করছে। কানাঘুষো শোনা যাচ্ছে, ডিভাইসটি OnePlus Nord 5 নামের সাথে আসবে। ইতিমধ্যেই এর বিভিন্ন ফিচার সামনে এসেছে। যদিও এর আনুষ্ঠানিক লঞ্চের তারিখ এখনো পর্যন্ত নিশ্চিত করেনি OnePlus। তবে আজ এই হ্যান্ডসেটের সম্পূর্ণ স্পেসিফিকেশন অনলাইন ফাঁস হল। টিপস্টার শিশির (Shishir) ফোনটি সম্পর্কে এই তথ্যগুলি সামনে এনেছেন।

OnePlus Nord 5 স্মার্টফোনের কী-ফিচার ফাঁস হল অনলাইনে

টিপস্টার শিশিরের একটি লেটেস্ট পোস্ট অনুসারে, ওয়ানপ্লাস নর্ড ৫ স্মার্টফোনে কিছু দিন পূর্বেই আত্মপ্রকাশ করা ফ্ল্যাগশিপ ডিভাইস ওয়ানপ্লাস ১২আর (OnePlus 12R) -এর অনুরূপ ক্যামেরা সেটআপ থাকবে। যদি ফাঁস হওয়া এই তথ্য সত্যি হয়, তবে আসন্ন মডেলে ১/১.৫৬-ইঞ্চি সাইজের একটি Sony IMX 890 প্রাইমারি সেন্সর এবং সহায়ক ক্যামেরা হিসাবে আল্ট্রা-ওয়াইড ও ম্যাক্রো শুটার পাওয়া যাবে। এই ক্যামেরাগুলি দুর্দান্ত মানের ফটো ও ভিডিওগ্রাফি করার অনুমতি দেবে।

টিপস্টার আরো দাবি করেছেন যে, ওয়ানপ্লাসের এই হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হবে এবং ১৬ জিবি পর্যন্ত র‍্যাম পাওয়া যাবে। এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৪-ইঞ্চির ১.৫কে OLED ডিসপ্লে এবং ৫,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহযোগে আসবে। এছাড়া ডিভাইসটি গ্লাস ব্যাক প্যানেল এবং প্লাস্টিক ফ্রেম দ্বারা নির্মিত হবে বলেও জানা গেছে।

এদিকে ফাঁস হওয়া স্পেসিফিকেশনের নিরিখে একটা বিষয়ে আমরা নিশ্চিত যে আপকামিং OnePlus Nord 5 মডেলটির দাম এদেশে ৩৫,০০০ টাকার মধ্যেই রাখা হবে। এক্ষেত্রে ৩০,০০০ টাকার বেশি বিক্রয় মূল্য রাখার দুটি কারণ থাকতে পারে। প্রথমত, এতে ব্যয়বহুল OnePlus 12R ফোনের অনুরূপ একাধিক ফিচার অন্তর্ভুক্ত করা হবে। দ্বিতীয়ত, গত বছর এর পূর্বসূরি অর্থাৎ OnePlus Nord 3 -কে ৩৩,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যের সাথে ঘোষণা করা হয়েছিল। ফলে উত্তরসূরির দাম সামান্য বেশি থাকা খুবই স্বাভাবিক।

RELATED ARTICLES

Most Popular