Oppo A3 Pro: বিশ্বের প্রথম ফুল ওয়াটারপ্রুফ ফোনের সেল শুরু হল, রইল দাম থেকে ফিচার

Avatar

Published on:

Oppo A3 Pro Sale

ওপ্পো সম্প্রতি চীনে Oppo A3 Pro লঞ্চ করেছে। এটিই প্রথম বাজেট রেঞ্জের ফোন, যা জল ও ধুলো প্রতিরোধী IP69, IP68 এবং IP66 সার্টিফিকেশনের সাথে এসেছে। কোম্পানির দাবি, Oppo A3 Pro জলে ভিজে যাওয়া ও তীব্র জলের স্প্রে, এমনকি গরম জলে ডুবে থাকাও সহ্য করতে পারে। এছাড়াও দামের নিরিখে হ্যান্ডসেটটিতে একাধিক উল্লেখযোগ্য স্পেসিফিকেশন রয়েছে। ফলে লঞ্চের পর থেকে ফোনটির প্রতি ক্রেতারা বিশেষ আগ্রহ দেখিয়েছেন। আর আজ (19 এপ্রিল) প্রতীক্ষার অবসান ঘটিয়ে Oppo A3 Pro-এর বিক্রি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। চলুন, এই ওপ্পো ফোনটির দাম এবং বিশেষত্ব নেওয়া যাক।

Oppo A3 Pro-এর মূল্য এবং লভ্যতা

ওপ্পো এ3 প্রো তিনটি মেমরি কনফিগারেশন সহ চীনে লঞ্চ করা হয়েছে – 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ। এগুলির দাম যথাক্রমে 1,999 ইউয়ান (প্রায় 23,515 টাকা), 2,199 ইউয়ান (প্রায় 25,865 টাকা) এবং 2,499 ইউয়ান (প্রায় 29,400 টাকা)। ওপ্পো এ3 প্রো তিনটি শেডে উপলব্ধ – অ্যাজুর (গ্লাস ব্যাক), মাউন্টেন ব্লু (লেদার ব্যাক) এবং ইউনজিন পিঙ্ক (লেদার ব্যাক)। এখনও পর্যন্ত, এটি বিশ্ব বাজারে প্রবেশ করবে কিনা, সে সম্পর্কে কোনও তথ্য উপলব্ধ নেই।

Oppo A3 Pro-এর স্পেসিফিকেশন

ওপ্পো এ3 প্রো-এর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এর মজবুতি এবং স্থায়িত্ব। IP69 রেটিংয়ের পাশাপাশি, এটি হল প্রথম স্মার্টফোন, যা সুইস এসজিএস গোল্ড লেবেল 5-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন অর্জন করেছে এবং চীনের কঠোর ন্যাশনাল মিলিটালি স্ট্যান্ডার্ড ইমপ্যাক্ট রেজিস্ট্যান্স টেস্ট পাশ করেছে। এছাড়া, ফোনটি সামনে এবং পিছনে – উভয় দিকেই ওপ্পোর ক্রিস্টাল গ্লাস দ্বারা সুরক্ষিত।

Oppo A3 Pro-এ 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.7 ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। এটি অ্যান্ড্রয়েড 14-ভিত্তিক লেটেস্ট কালারওস 14 কাস্টম স্কিনে চলে এবং এতে মিড-রেঞ্জ MediaTek Dimensity 7050 চিপসেটটি যুক্ত রয়েছে। ডিভাইসটি 8 জিবি/ 12 জিবি র‍্যাম এবং 256 জিবি/ 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ, তবে মাল্টিটাস্কিংয়ের জন্য এতে ভার্চুয়াল র‍্যাম সাপোর্টও মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo A3 Pro-এ 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে, Oppo A3 Pro-এ 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে। এই ফোনটি সামনের ক্যামেরা দিয়ে 30 ফ্রেম প্রতি সেকেন্ড (fps) হারে ফুলএইচডি এবং রিয়ার ক্যামেরার সাহায্যে 30 এফপিএস রেটে 4K ভিডিও রেকর্ড করতে পারে।

সঙ্গে থাকুন ➥