Oppo A60: সস্তায় নতুন ফোন আনছে ওপ্পো, থাকবে 8 GB র‍্যাম এবং 50MP ক্যামেরা

Avatar

Published on:

Oppo a60 to launch soon with snapdragon 680 and 8gb ram

ওপ্পো শীঘ্রই বাজারে আনতে চলছে তাদের A-সিরিজের পরবর্তী স্মার্টফোন। বলা হচ্ছে, এই সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেটটিকে Oppo A60 নামে লঞ্চ করা হবে। কোম্পানি যদিও এই ফোনটির সর্ম্পকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করেনি। তবে এখন ফোনটি গুগল প্লে কনসোল (Google Play Console) ডেটাবেসে উপস্থিত হয়েছে, যা এর চিপসেট, মেমরি এবং ডিসপ্লে সহ নানা স্পেসিফিকেশন প্রকাশ করেছে।

Oppo A60-এর স্পেসিফিকেশন প্রকাশ্যে

গুগল প্লে কনসোল-এর ডেটাবেস অনুযায়ী, ওপ্পো এ60-এ ব্যবহৃত চিপসেটটির মডেল নম্বর QTI SM6225, যা কোয়ালকম (Qualcomm)-এর 4G-এনেবল স্ন্যাপড্রাগন 680 চিপসেটটের সাথে সংযুক্ত। এছাড়াও, প্ল্যাটফর্মটি প্রকাশ করেছে যে ফোনটি 8 জিবি র‍্যাম সহ আসবে এবং অ্যান্ড্রয়েড 14-এর ওপর ভিত্তি করে কালার ওএস 14 কাস্টম স্কিনে চলবে।

জানিয়ে রাখি, কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 চিপসেটে 4+4 কোর ক্লাস্টার রয়েছে, যার মধ্যে চারটি কর্টেক্স এ73 কোর 2.4 গিগাহার্টজে রান করে এবং চারটি কর্টেক্স এ53 কোরের ক্লক স্পিড 1.9 গিগাহার্টজ। গ্রাফিক্সের জন্য, এই চিপসেটের সাথে অ্যাড্রেনো 610 জিপিইউ যুক্ত রয়েছে।

গুগল প্লে কনসোলের লিস্টিংটি এও প্রকাশ করেছে যে, Oppo A60-এ 720 পিক্সেল রেজোলিউশনের স্ক্রিন থাকবে, যা ইঙ্গিত করে যে এটি একটি এন্ট্রি-লেভেল ডিভাইস হতে চলেছে। প্লে কনসোলের ডেটাবেসে প্রকাশিত রেন্ডার অনুযায়ী, A60-তে তার পূর্বসূরি Oppo A59-এর তুলনায় মোটা বেজেল দেখা যাবে। যদিও, এটি তার পূর্বসূরির ওয়াটার-ড্রপ নচকে পাঞ্চ-হোল স্টাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে প্রতিস্থাপন করেছে, যা এতে আধুনিক লুক অফার করে। ওপ্পোর আসন্ন ফোনটিকে ইতিমধ্যেই ক্যামেরা এফভি-5-এর প্ল্যাটফর্মেও দেখা গেছে, যা প্রকাশ করেছে যে এতে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা উপস্থিত থাকবে।

জানিয়ে রাখি, পূর্বসূরি Oppo A59 ফোনটি কিন্তু 5G চিপসেট, MediaTek Dimensity 6020 (7 ন্যানোমিটার)-এর সাথে লঞ্চ হয়েছিল। এতে 90 হার্টজ রিফ্রেশ রেট এবং 720 পিক্সেল রেজোলিউশন সহ 6.56-ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে৷ পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, হ্যান্ডসেটটি 5,000 এমএএইচ ব্যাটারি এবং 30 ওয়াট চার্জিং সাপোর্ট করে। এই ওপ্পো ফোনটি IP54 ধুলো এবং জল-প্রতিরোধী রেটিং সহ এসেছে।

উল্লেখ্য, Oppo A60 ইতিমধ্যেই থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC), ইন্দোনেশিয়ার এসডিপিপিআই (SDPPI) ও টিকেডিএন (TKDN) এবং সংযুক্ত আরব আমিরশাহীর টিডিআরএ (TDRA) সহ একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। যা ফোনটির শীঘ্রই গ্লোবাল লঞ্চের ইঙ্গিত দেয়।

সঙ্গে থাকুন ➥