দাম কমলো Oppo F21 Pro ফোনের, ৬৪ মেগাপিক্সেল ক্যামেরাসহ রয়েছে শক্তিশালী ব্যাটারি

Avatar

Published on:

Oppo F21 Pro 4G gets 1000 Rs Price cut in India

সময়ের সাথে পাল্লা দিয়ে অন্যান্য জিনিসের মতই মোবাইল স্মার্টফোনের দাম বেড়ে চলেছে। বিশেষ বিশেষ সেলে এগুলি খানিকটা কম দামে কেনার সুযোগ থাকছে বটে, কিন্তু বাকি সময় পরিস্থিতি হাতের নাগালের বাইরে থাকছে বলা চলে। তবে এখন যদি জনপ্রিয় ব্র্যান্ড Oppo-র মিড-রেঞ্জ স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনি কিছুটা টাকা সাশ্রয় করতে পারবেন। আসলে এই কোম্পানি সম্প্রতি নিজের Oppo F21 Pro মডেলের দাম কমিয়েছে। রিটেল সেলার মহেশ টেলিকমের মতে, গত এপ্রিলে বাজারে আসা এই Oppo ফোনটি এখন ১,০০০ টাকা কমে কেনা যাবে।
 
Oppo F21 Pro-এর নতুন দাম 

ওপ্পো এফ২১ প্রো (৪জি মডেল) ২২,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। তবে এখন ১,০০০ টাকা দাম কমায় ফোনটি ২১,৯৯৯ টাকায় কেনা যাবে। আগ্রহীরা অ্যামাজন ইন্ডিয়া (Amazon India), ক্রোমা (Croma), রিলায়েন্স ডিজিটাল (Reliance Digital) প্ল্যাটফর্ম থেকে এই ওপ্পো হ্যান্ডসেটটি কসমিক ব্ল্যাক এবং সানসেট ব্ল্যাক কালার অপশনে কিনতে পারবেন। 

Oppo F21 Pro-এর স্পেসিফিকেশন

ওপ্পো এফ২১ প্রো ফোনে আছে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (রেজোলিউশন ১০৮০×২৪০০ পিক্সেল) ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। চিপসেট হিসেবে এতে রয়েছে অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর, যেখানে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা মিলবে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ইউজাররা পাবেন ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। আবার, সফ্টওয়্যার হিসেবে এই ওপ্পো ডিভাইসটি অ্যান্ড্রয়েড ভিত্তিক কালারওএস ১২.১-এ চালিত হবে।

এছাড়া ফটোগ্রাফির জন্য ওপ্পো এফ২১ প্রো অফার করবে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। একইভাবে কানেক্টিভিটি এবং সিকিউরিটির ফোনটিতে পাওয়া যাবে হাইব্রিড ডুয়াল সিম সাপোর্ট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট।

সঙ্গে থাকুন ➥