প্রথম সেলে 7000 টাকার কমে কিনুন জবরদস্ত ফিচারের Poco C61 স্মার্টফোন

Avatar

Published on:

Poco C61 First Sale Today

Poco সম্প্রতি তাদের C সিরিজের নতুন ফোন হিসেবে Poco C61 ফোন লঞ্চ করেছে। এই ডিভাইসটি আজ অর্থাৎ 28 মার্চ দুপুর 12 টা থেকে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। সেল অফার হিসেবে Flipkart এর সাথে লোভনীয় অফার দিচ্ছে। ভারতে Poco C61 ডিভাইসটি Redmi A3 ও Motorola G24 Power ফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। আসুন এর দাম, সেল অফার ও বিশেষত্ব সম্পর্কে জেনে নেওয়া যাক।

Poco C61 এর দাম ও সেল অফার

পোকো সি61 দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে এসেছে। এগুলি হল 4 জিবি র‌্যাম + 64 জিবি স্টোরেজ এবং 6 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ। এদের দাম যথাক্রমে 7,499 টাকা ও 8,499 টাকা। এটি তিনটি রঙে পাওয়া যাবে – ডায়মন্ড ডাস্ট ব্ল্যাক, ইথারাল ব্লু ও মিস্টিকাল গ্রীন।

প্রথম সেলে ফ্লিপকার্ট পোকো সি61 এর সাথে 500 টাকা ডিসকাউন্ট কুপন অফার করছে। আবার ফোনটি ইএমআই অপশনেও কেনা যাবে। শুধু তাই নয়, পুরানো ফোন এক্সচেঞ্জ করেও এটি কেনা যাবে।

Poco C61 এর স্পেসিফিকেশন ও ফিচার

Poco C61 ফোনের সামনে দেখা যাবে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন সহ 6.71 ইঞ্চি এইচডি প্লাস (1650 x 720 পিক্সেল) ডিউড্রপ নচ ডিসপ্লে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

আর Poco C61 এর পিছনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 8 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 0.8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর।

Poco C61 ফোনটি মিডিয়াটেক হেলিও জি36 প্রসেসর দ্বারা চালবে। এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000 এমএএইচ ব্যাটারি উপস্থিত, যা 10 ওয়াট চার্জিং সাপোর্ট করে।

সঙ্গে থাকুন ➥