3 হাজার টাকা ডিসকাউন্ট, Poco F5 5G প্রথম সেলেই সস্তায় কিনে নিন

Avatar

Published on:

Poco F5 5G Discount Offer

Poco F5 5G গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ এই ফোনটি প্রথমবার বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। ই-কমার্স সাইট Flipkart থেকে দুপুর বারোটায় Poco F5 5G এর সেল শুরু হবে। আর লঞ্চ অফার হিসেবে ক্রেতারা বিভিন্ন ব্যাংক অফারের লাভ ওঠাতে পারবেন। ফিচারের কথা বললে, এই মিড রেঞ্জ স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চির ওলেড স্ক্রিন, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭প্লাস জেন ২ প্রসেসর ও ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

Poco F5 5G এর দাম ও সেল অফার

পোকো এফ৫ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৯,৯৯৯ টাকা। আর এর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের মূল্য ধার্য করা হয়েছে ৩৩,৯৯৯ টাকা। এটি ইলেকট্রিক ব্লু, স্নোস্টর্ম হোয়াইট এবং কার্বন ব্ল্যাক কালার অপশনে এসেছে।

লঞ্চ অফারের কথা বললে SBI, Axis, HDFC, ICICI ব্যাংকের কার্ডধারীরা Poco F5 5G কেনার সময় ৩,০০০ টাকা ফ্লাট ডিসকাউন্ট পাবেন। এছাড়া রয়েছে এক্সচেঞ্জ ও নো কস্ট ইএমআই অফার।

Poco F5 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

পোকো এফ৫ ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ১২-বিট নমনীয় ওলেড (OLED) পাঞ্চ হোল ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,০০০ নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন এবং এইচডিআর১০+ সাপোর্ট করে। আর সিকিউরিটির জন্য এর ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা হয়েছে। পারফরম্যান্সের জন্য পোকো এফ৫ ৫জি ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ২ প্রসেসর ও ১২ জিবি পর্যন্ত র‌্যাম দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য, Poco F5 5G এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Poco F5 5G ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১৩ উপস্থিত।

সঙ্গে থাকুন ➥