Redmi Note 13R Pro চীনে লঞ্চ হতেই ভারতে Poco X6 Neo নিয়ে তোড়জোড়

Avatar

Published on:

Poco X6 Neo India Launch soon

শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ড পোকো (Poco) সাশ্রয়ী মূল্যে ভাল ফোন বিক্রি করার জন্য গ্লোবাল মার্কেটে বেশ জনপ্রিয়। ব্র্যান্ডটি শীঘ্রই এমনই এক নতুন স্মার্টফোন বাজারে আনবে বলে জল্পনা শোনা যাচ্ছে৷ যা এখন ভারতের বিআইএস (BIS) সার্টিফিকেশন হাজির হয়ে লঞ্চের সম্ভাবনা উস্কে দিয়েছে। ফোনটির নাম Poco X6 Neo হবে বলে জানা গিয়েছে।

Poco X6 Neo ভারতের BIS-এর সাইটে হাজির

পোকো এক্স৬ নিও ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। লিস্টিংটি প্রকাশ করেছে যে, এটি “2312FRAFDI” মডেল নম্বর বহন করে। দেখা যাচ্ছে, এই ফোনটির মডেল নম্বরের সাথে রেডমি নোট ১৩আর প্রো (2311FRAFDC)-এর মডেল নম্বরের সাথে বেশ মিল রয়েছে। যা ইঙ্গিত করে পোকো এক্স৬ নিও উল্লেখিত রেডমি ফোনের একটি রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে বাজারে পা রাখতে পারে।

প্রসঙ্গত, Redmi Note 13R Pro আজই চীনে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। স্পেসিফিকেশনের কথা বললে, ফোনটির সামনে লম্বা ৬.৬৭ ইঞ্চির ফুলএইচডি+ ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, আর এর পিছনের অংশে ১০৮ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। স্মার্টফোনটি MediaTek Dimensity 6080 প্রসেসর দ্বারা চালিত, যা ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। Redmi Note 13R Pro-এ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩৩ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট করে৷

ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলে, এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ বেশ কিছু আকর্ষণীয় ফিচার রয়েছে। যেহেতু Poco X6 Neo নতুন Redmi Note 13R Pro-এর রি-ব্র্যান্ডেড সংস্করণ হওয়ার সম্ভাবনা, তাই পোকো একই স্পেসিফিকেশন অফার করতে পারে নিজের ফোনটিতে।

সঙ্গে থাকুন ➥