Realme GT 5 হবে 24 জিবি র‌্যামের সংস্থার প্রথম ফোন, 28 আগস্ট 240W চার্জিং সহ লঞ্চ হচ্ছে

Published on:

Realme GT 5 Launch Date

২৪ জিবি র‌্যাম ফোনগুলি আজকাল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইতিমধ্যেই Redmi ও OnePlus ২৪ জিবি র‌্যামের ফোন এনেছে। আজ আবার রিয়েলমি ঘোষণা করেছে যে, তাদের আসন্ন Realme GT 5 ফোনে ২৪ জিবি র‌্যাম থাকবে। আজ একটি টিজারে সংস্থা এই ফোনের মেমরি ও চার্জিং স্পিডের সাথে র‌্যাম অপশন নিশ্চিত করেছে।

উল্লেখ্য, Realme GT 5 আগামী ২৮শে আগস্ট লঞ্চ হবে। সংস্থার শেয়ার করা টিজারে এই ফোনটিকে গোল্ড অফ ওয়ার এবং কিং অফ অ্যান্ড্রয়েড পারফরম্যান্স হিসাবে বর্ণনা করা হয়েছে। শুরুতে ফোনটি প্রথমে চীনে লঞ্চ হবে। এতে ২৪০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। 

Realme GT 5 এর স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি জিটি ৫ ফোনে ৬.৭৪ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে ১.৫কে রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। রিয়েলমির এই ফোনে ২৪ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‌্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ পাওয়া যাবে। আর প্রসেসর হিসেবে এতে অ্যাড্রেনো ৭৪০ জিপিইউসহ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট ব্যবহার করা হবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা থাকবে। 

এই ক্যামেরাগুলি হতে পারে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ২ মেগাপিক্সেল সেন্সর। এর প্রাইমারি ক্যামেরাতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করবে। সেলফি তোলার ক্ষেত্রে এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। Realme GT 5 দুটি ব্যাটারি অপশনে আসবে – ৪৬০০ এমএএইচ (২৪০ ওয়াট চার্জিং) এবং ৫,০০০ এমএএইচ (১৫০ ওয়াট চার্জিং)। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ কাস্টম স্কিনে রান করবে।

সঙ্গে থাকুন ➥