10 হাজার টাকা পর্যন্ত ছাড়, Realme Narzo 70 Pro 5G বাম্পার অফারে আজ কেনার সুযোগ

Avatar

Published on:

Realme Narzo 70 Pro 5G Sale Today

গত 19শে মার্চ ভারতে Realme Narzo 70 Pro 5G ফোনের ঘোষণা করা হয়। আর এই একই দিন সন্ধ্যা ৬টায় এটির জন্য একটি আর্লি বার্ড সেলের আয়োজন করা হয়।আর আজ অর্থাৎ 22শে মার্চ উক্ত হ্যান্ডসেটটি প্রথমবার ওপেন সেল বিক্রির জন্য উপলব্ধ হবে। এদেশে ফোনটির দাম 19,999 টাকা থেকে শুরু হচ্ছে। তবে লঞ্চ অফারের লাভ ওঠাতে পারলে বেশ কয়েক হাজার টাকা সাশ্রয় করে এই ফোন বাড়ি নিয়ে আসা যাবে। সর্বোপরি নানাবিধ ভাইচার এবং সম্পূর্ণ নিখরচায় একটি অডিও ডিভাইসও দেওয়া হবে নয়া Realme Narzo 70 Pro 5G ফোনের সাথে।

ভারতে Realme Narzo 70 Pro 5G স্মার্টফোনের দাম ও সেল অফার

এদেশের বাজারে রিয়েলমি নারজো 70 প্রো 5জি স্মার্টফোন মোট দুটি মেমরি কনফিগারেশনের সাথে লঞ্চ হয়েছে। যার মধ্যে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের মূল্য ধার্য করা হয়েছে 19,999 টাকা। আর উচ্চতর 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে 21,999 টাকা।

গত 19শে মার্চ আয়োজিত আর্লি বার্ড সেলে ক্রেতারা একাধিক আকর্ষণীয় লঞ্চ অফারের লাভ ওঠাতে পেরেছিলেন। যেমন HDFC বা ICICI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করার ক্ষেত্রে ফোনের 128 জিবি এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে যথাক্রমে 1,000 টাকা ও 2,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছিল। আবার 2,299 টাকা মূল্যের একটি Realme Buds T300 অডিও প্রোডাক্ট সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাচ্ছিলো। জানিয়ে রাখি, আজ অর্থাৎ 22শে মার্চ এই হ্যান্ডসেটের জন্য লাইভ হতে চলা প্রথম ওপেন সেলেও এই দুটি অফার পাওয়া যাবে।

এছাড়া অন্যান্য লঞ্চ অফার হিসাবে, Jio সিম ব্যবহারকারীদের 10,000 টাকার সমতুল্য ডিনিফিট দেওয়া হবে। আবার 50 টাকা মূল্যের মোট 40টি ডিসকাউন্ট ভাউচার অফার করা হবে ক্রেতাদের, যা মোট 2000 টাকার সুবিধা দেবে৷ তদুপরি, 500 টাকা মূল্যের Swiggy ভাউচার, 1000 টাকার Ajio ভাউচার, 5500 টাকার Easemytrip ভাউচার এবং 1000 টাকার Abhibus ভাউচারের সুবিধাও মিলবে।

আগ্রহীরা, রিয়েলমি সংস্থার ওয়েবসাইট (realme.com) এবং ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazoon) -এর মাধ্যমে নারজো 70 প্রো 5জি স্মার্টফোন – গ্লাস গ্রিন এবং গ্লাস গোল্ড কালার বিকল্পের সাথে কিনতে পারবেন।

Realme Narzo 70 Pro 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

প্লাস্টিক নির্মিত ফ্ল্যাট ফ্রেম ডিজাইন ও ডুয়াল-টোন ফিনিশিং যুক্ত গ্লাস ব্যাক প্যানেলের সাথে আসা Realme Narzo 70 Pro 5G স্মার্টফোনে 6.67-ইঞ্চির ফুল এইচডি প্লাস (2400×1080 পিক্সেল) AMOLED ডিসপ্লে প্যানেল রয়েছে। এই টাচস্ক্রিনের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 2000 নিট পিক ব্রাইটনেস, 92.65% স্ক্রিন-টু-বডি রেশিও ও HDR+ প্রযুক্তি সাপোর্ট করে। ডিসপ্লেটি রেইন ওয়াটার স্মার্ট টাচ ফিচার সহ এসেছে। আবার নিরাপত্তার জন্য এতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসর সহ এসেছে, যার সাথে 8 জিবি LPDDR4x র‍্যাম এবং 256 জিবি UFS 2.2 স্টোরেজ সংযুক্ত। আবার এই ফোনে অতিরিক্তভাবে আরো 8 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম ফিচারও সাপোর্ট করে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক রিয়েলমি ইউআই 5.0 কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে। আবার ভারী ব্যবহারের কারণে ডিভাইসটি যাতে গরম না হয়ে যায় তার জন্য ভ্যাপার চেম্বার লিকুইড কুলিং সিস্টেম রয়েছে। এই ফোনে এয়ার জেসচার সাপোর্ট করে।

Realme Narzo 70 Pro 5G স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। এগুলি হল – OIS যুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর + 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স + 2 মেগাপিক্সেল ম্যাক্রো স্ন্যাপার। এদিকে ডিভাইসের সামনে 16 মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার বর্তমান।

আর ভালো সাউন্ড সরবরাহের জন্য মিলবে ডলবি অ্যাটমস সমর্থিত ডুয়াল স্টেরিও স্পিকার সিস্টেম। কানেক্টিভিটি অপশন হিসাবে এতে ডুয়াল সিম স্লট, 5জি, ওয়াই-ফাই 6, ব্লুটুথ 5.2, জিএনএসএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত থাকছে। যদিও এতে 3.5 মিমি হেডফোন জ্যাক এবং মাইক্রোএসডি কার্ড স্লট অনুপস্থিত। পরিশেষে Realme Narzo 70 Pro 5G স্মার্টফোনে আছে 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা 67 ওয়াট ওয়্যারড চার্জিং সাপোর্ট করে৷

সঙ্গে থাকুন ➥