Redmi 13: দারুণ খবর! রেডমি 13 লঞ্চ হতে আর বেশি দেরি নেই, এত সস্তা সবাই কিনবে

Avatar

Published on:

Redmi 13 Launch Date

শাওমি (Xiaomi) খুব শীঘ্রই তাদের রেডমি ব্র্যান্ডের পরবর্তী প্রজন্মের নম্বর সিরিজের স্মার্টফোনগুলি বাজারে আনতে চলেছে। নতুন Redmi 13 মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) পরীক্ষা করেছে এবং স্বাভাবিকভাবেই ফোনটির জন্য সংস্থার অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। Redmi 12 সিরিজ ব্যাপক সাফল্যের মুখ দেখেছিল, তাই Redmi 13-কে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে। এখন একটি অনলাইন রিপোর্টে Redmi 13 কেমন হবে, সে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে।

Redmi 13 শীঘ্রই আসছে বাজারে

রেডমি 13 হতে চলেছে শাওমির একটি সাশ্রয়ী মূল্যের ফোন। রেডমির অনুরাগীরা তার থেকে আরও ভাল চিপ এবং উন্নততর ক্যামেরার মতো কিছু আপগ্রেডের আশা করছিলেন। কিন্তু মনে করা হচ্ছে, রেডমি 13 পূর্বসূরি রেডমি 12-এর মতোই হবে। অ্যান্ড্রয়েড হেডলাইনসের রিপোর্ট অনুযায়ী, এতে মিডিয়াটেক হেলিও জি88 চিপসেট থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।

অভ্যন্তরীণভাবে, রেডমি 13 “N19A/C/E/L” মডেল নম্বর সহ “মুন” (Moon) কোডনেমটি বহন করে। প্রসঙ্গত, রেডমি 12-এর মডেল নম্বর “M19A” ছিল, তাই এমন প্যাটার্ন অনুসরণ করছে। রেডমি 13 ভারত সহ গ্লোবাল মার্কেটে বিক্রি হবে।অন্যদিকে, Redmi 13-এর মডেল নম্বর রয়েছে 2404ARN45A, 2404ARN45I, 24040RN64Y এবং 24049RN28L। এর মধ্যে “2404ARN45A” এবং “2404ARN45I”

মডেল নম্বরগুলি ফোনটি কোথায় বিক্রি হবে, তার ইঙ্গিত দেয়৷ আবার, Redmi 13-এর কিছু সংস্করণে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) থাকবে, এবং অন্যগুলিতে থাকবে না। উদাহরণস্বরূপ, “24040RN64Y” হল এনএফসি সহ গ্লোবাল ভ্যারিয়েন্ট, যেখানে “2404ARN45A”-তে এনএফসি থাকবে না। “2404ARN45I” মডেল নম্বর যুক্ত মডেলটি নির্দেশ করে এটি ভারতে আসবে, যেহেতু শেষে “I” অক্ষরটি রয়েছে। আর “24049RN28L” হবে ল্যাটিন আমেরিকার জন্য।

জানিয়ে রাখি, শাওমি তাদের পোকো সাব ব্র্যান্ডের অধীনে Poco M6 ফোনটিও লঞ্চ করার পরিকল্পনা করছে, যা মূলত Redmi 13-এর মতোই হবে। Poco M6 গ্লোবাল মার্কেট এবং ভারতের বাজারে পাওয়া যাবে। উভয় ফোন একই সফ্টওয়্যারে চলবে এবং ডিজাইনের পরিবর্তনের মতো ছোটখাটো পার্থক্যের সাথে আসবে। মনে করা হচ্ছে, Redmi 13 ফোনটি Redmi 12-এর মতোই অভিজ্ঞতা প্রদান দেবে। এটি অ্যান্ড্রয়েড 14-ভিত্তিক HyperOS 1.0 কাস্টম স্কিনে রান করবে।

সঙ্গে থাকুন ➥