সুখবর, Redmi Note 11 Pro 4G ফোনে প্রথমবার আসছে HyperOS আপডেট

Avatar

Published on:

Redmi note 11 pro 4G getting HyperOS Update Coming Soon

Redmi Note 11 Pro 4G ফোনে এবার আসছে HyperOS আপডেট। শাওমির ইন্টারনাল সার্ভারে জিএসএম চায়না, এই স্মার্টফোনের জন্য হাইপারওএস এর পরীক্ষামূলক সংস্করণ খুঁজে পেয়েছে।

Redmi Note 11 Pro 4G ফোনে আসছে নতুন HyperOS আপডেট

তারা বলেছে যে, Redmi Note 11 Pro 4G ফোনের জন্য আসন্ন এই নতুন আপডেটের ফার্মওয়্যার ভার্সন – OS1.0.0.1.TGDMIXM ও OS1.0.0.1.TGDEUXM। এই ভার্সনগুলি আপাতত পরীক্ষাধীন। তবে শীঘ্রই এগুলি রোলআউট করা হবে।

জানিয়ে রাখি, রেডমি নোট ১১ প্রো ৪জি ফোনে আসা হাইপারওএস আপডেট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক হবে। কারণ কোডের মধ্যে ‘১৩.০’ লেখা দেখা গেছে। এর আগেও রেডমির বাজেট ফোনে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক হাইপারওএস আপডেট এসেছিল।

উল্লেখ্য, Redmi Note 11 Pro 4G ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অপারেটিং সিস্টেম সহ লঞ্চ হয়েছিল। ইতিমধ্যেই এটি অ্যান্ড্রয়েড ১৩ পর্যন্ত আপডেট পেয়েছে। এবার এতে হাইপার ওএস আপডেট আসতে চলেছে।

সঙ্গে থাকুন ➥