২১০ ওয়াট চার্জিংয়ের প্রথম ফোন আনছে Redmi, ৯ মিনিটে হবে ফুল চার্জ, থাকবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

Avatar

Published on:

Redmi Note 12 Explorer First Phone Launch Today

স্মার্টফোনের দুনিয়ায় Redmi আজ এক বড় নাম। তারাই আজ ঘরেলু মার্কেটে লঞ্চ করতে চলেছে Redmi Note 12 সিরিজ। এই সিরিজের Redmi Note 12 Explorer ফোনে ২১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে জানা গেছে। এটি বিশ্বের প্রথম স্মার্টফোন হবে, যা ২১০ ওয়াট চার্জিং স্পিড অফার করবে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, এই চার্জিং টেকনোলজি ৪৩০০ এমএএইচ ব্যাটারি কে ৯ মিনিটে ফুল চার্জ করে দেবে। রেডমি প্রথমে এই সিরিজ চীনে লঞ্চ করবে। এরপর গ্লোবাল মার্কেটেও ফোনগুলি আসবে।

Redmi Note 12 Explorer ফোনে থাকতে পারে এই খাস ফিচার

রেডমি নোট ১২ এক্সপ্লোরার ফোনে থাকতে পারে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১০ বিট কালার অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর ব্যবহার করা হবে। আর ফোনটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, রেডমি নোট ১২ এক্সপ্লোরার ফোনে এলইডি ফ্ল্যাশ সহ তিনটি ক্যামেরা দেওয়া হবে। এই ক্যামেরাগুলি হতে পারে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Redmi Note 12 Explorer ফোনে ৪৩০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ বেসড এমআইইউআই ১৩ কাস্টম স্কিনে চলবে। এটি মিডনাইট ডার্ক কালারে আসতে পারে।

সঙ্গে থাকুন ➥