পুরানো Redmi Note 9 হয়ে যাবে নতুন, একঝাঁক নয়া ফিচারের সাথে আসছে বড় MIUI 14 আপডেট

Avatar

Published on:

Redmi note 9 getting miui 14 update xiaomi confirm timeline

সম্প্রতি Xiaomi যেসমস্ত ফোনের সফটওয়্যার সাপোর্টের সময় শেষ হয়েছে তার একটি তালিকা প্রকাশ করেছিল। অর্থাৎ এই তালিকায় নাম থাকা ডিভাইসগুলি আর কোনো নতুন সফটওয়্যার আপডেট পাবে না। তবে সবাইকে অবাক করে দিয়ে Xiaomi এখন এই তালিকায় থাকা Redmi Note 9 ফোনের জন্য বড় অ্যান্ড্রয়েড আপডেট রোলআউট করার কথা ঘোষণা করল।

গত জুনে এই ফোনের সফটওয়্যার সাপোর্টের সময়সীমা অতিক্রান্ত হয়। তবে আজ Xiaomi জানিয়েছে যে চলতি বছরের তৃতীয় বা চতুর্থ কোয়ার্টারে Redmi Note 9 ফোনের জন্য MIUI 14 আপডেট আনা হবে। একজন ব্যবহারকারীকে ইমেল মারফত এই খবর নিশ্চিত করেছে সংস্থাটি।

আর সত্যি সত্যি যদি শাওমি এই কাজ করে, তাহলে Redmi Note 9 এর জন্য এটি তৃতীয় বড় আপডেট হবে। উল্লেখ্য, ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ১১ কাস্টম স্কিন সহ লঞ্চ হয়েছিল।

এরপর ফোনটি আরও দুটি অ্যান্ড্রয়েড আপডেট পায়। তবে আমাদের অনুমান, আসন্ন MIUI 14 আপডেটটি অ্যান্ড্রয়েড ১৩ এর পরিবর্তে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক আসতে পারে। কারণ এর হার্ডওয়্যার নতুন অপারেটিং সিস্টেমের জন্য উপযুক্ত নাও হতে পারে।

সঙ্গে থাকুন ➥