স্যামসাংয়ের নয়া চমক, সস্তা Samsung Galaxy A15 ফোনে থাকবে OLED ডিসপ্লে

Avatar

Published on:

Samsung Galaxy A15 Display

Samsung খুব শীঘ্রই ইউরোপের বাজারে Galaxy A15 নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, এটি 4G এবং 5G কানেক্টিভিটি ভ্যারিয়েন্টে আসবে। মনে করা হচ্ছিলো, আপকামিং এই হ্যান্ডসেটটি পূর্বসূরি Galaxy A14 -এর মতোই হয়তো IPS LCD ডিসপ্লে সহ আত্মপ্রকাশ করবে। কিন্তু আজ কোরিয়ার একটি মিডিয়া দাবি করেছে, Samsung Galaxy A15 ফোনে আপগ্রেডে ডিসপ্লে প্যানেল দেখা যাবে।

OLED ডিসপ্লে প্যানেলের সাথে আসতে পারে Samsung Galaxy A15 স্মার্টফোন

দ্যইলেক (TheElec) তাদের একটি লেটেস্ট রিপোর্টে জানিয়েছে যে, আসন্ন স্যামসাং গ্যালাক্সি এ১৫ স্মার্টফোনকে LCD ডিসপ্লের পরিবর্তে OLED টাচস্ক্রিনের সাথে লঞ্চ করা হবে। যদি এই খবরটি সত্যি হয় তবে, এটি হবে গ্যালাক্সি এ১-সিরিজের অধীনে আসা প্রথম স্মার্টফোন যাতে OLED ডিসপ্লে দেওয়া হবে।

এদিকে পূর্বে প্রকাশিত বেশ কয়েকটি রিপোর্ট অনুসারে, Samsung Galaxy A15 ফোনে ৬.৪-ইঞ্চির ডিসপ্লে দেখা যাবে, যা প্রতি সেকেন্ডে ৯০ বার রিফ্রেশ হবে। আর ছবি তোলার জন্য ডিভাইসের পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা বিদ্যমান থাকবে। যদিও সহায়ক সেন্সরের রেজোলিউশন সম্পর্কিত কোনো তথ্য এখনো সামনে আসেনি। তবে আমাদের অনুমান, এই ফোনে একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ক্লোজ-আপ ক্যামেরা দেওয়া হবে। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আসন্ন Samsung Galaxy A15 ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক সংস্থার নিজস্ব ওয়ান ইউআই ৬ (One UI 6) কাস্টম স্কিন দ্বারা চালিত হবে। এতে সম্ভবত পূর্বসূরির ন্যায় ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে।

লঞ্চ টাইমলাইনের কথা বললে, স্যামসাং হয়তো ২০২৪ সালের প্রথমার্ধে আনুষ্ঠানিকভাবে তাদের এই নয়া স্মার্টফোনকে উন্মোচন করতে পারে৷

সঙ্গে থাকুন ➥