80 ওয়াট চার্জিং সাপোর্ট সহ জোড়া ফোন আনছে Vivo, লঞ্চ হতে পারে চলতি মাসে

Avatar

Published on:

Vivo V2361A Charging Speed

ভিভো (Vivo) বর্তমানে বাজারে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ফোনের নাম এখনও প্রকাশ্যে না এলেও, এটিকে এখন V2361A মডেল নম্বর সহ চীনের 3C (CCC) সার্টিফিকেশন ডেটাবেসে দেখা গেছে। সেখানে V2361GA মডেল নম্বর সহ ফোনটির একটি ভ্যারিয়েন্টকেও দেখা গেছে। আসুন তাহলে এই ভিভো হ্যান্ডসেটগুলির বিষয়ে সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে কি কি তথ্য উঠে এল, দেখে নেওয়া যাক।

Vivo V2361A / V2361GA ফোন পেল 3C-এর অনুমোদন

Vivo V2361A / V2361GA মডেল নম্বর যুক্ত নতুন ভিভো ফোনগুলি চায়না কম্পালসারি সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। এগুলিকে ডেটাবেসে V8073L0A1-CN / V8073L0E0 চার্জারের সাথে দেখা গেছে, যা 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ এছাড়াও, উভয় ডিভাইসই চীনের সিএমআইআইটি (CMIIT) কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। বর্তমানে, V2361A এবং V2361GA ভিভো নাকি আইকো (iQOO) কোন ব্র্যান্ডের ফোন হিসেবে আত্মপ্রকাশ করবে, সে বিষয়ে কোনও স্পষ্টতা নেই। মনে করা হচ্ছে যে দুটি মডেলই সেদেশে চলতি মাসের শেষের দিকে বা মে মাসের শুরুতে আত্মপ্রকাশ করতে পারে।

জানিয়ে রাখি, চীনে ভিভো সম্প্রতি ভিভো এক্স ফোল্ড 3 এবং এক্স ফোল্ড 3 প্রো ফোল্ডেবল ফোন এবং সেইসাথে ভিভো প্যাড 3 প্রো ট্যাবলেটটি লঞ্চ করেছে। এর সাব-ব্র্যান্ড, আইকো আবার চলতি মাসেই চীনের বাজারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3-চালিত আইকো জেড9 টার্বো নামে একটি নতুন ফোন আনবে।

iQOO Z9 Turbo-এর সাথে যথাক্রমে Snapdragon 7 Gen 3 এবং Snapdragon 6 Gen 1 চিপসেট সমন্বিত iQOO Z9 এবং iQOO Z9x লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। আইকো চীনা বাজারের জন্য iQOO Pad 2 এবং Pad 2 Pro তৈরি করছে বলে জানা গেছে। এছাড়া, আইকো তাদের Neo সিরিজের অধীনে পরবর্তী প্রজন্মের iQOO Neo 10 এবং Neo 10 Pro ট্যাবলেটগুলিও লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এই ট্যাব দুটি সম্ভবত যথাক্রমে Snapdragon 8 Gen 3 এবং Dimensity 9300 (বা 9300+) চিপসেটের সাথে আসতে পারে।

উল্লেখ্য, ভিভো আগামী সপ্তাহে MediaTek Dimensity 9300 Plus-চালিত Vivo X100s এবং X100s Pro লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। আর স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট সহ Snapdragon 8 Gen 3-চালিত Vivo X100 Ultra-এর ওপরও কাজ চলছে বলে জানা গেছে। ব্র্যান্ডটি এবছরের চলতি ত্রৈমাসিকে Vivo S19 সিরিজ উন্মোচন করবে বলেও শোনা যাচ্ছে।

সঙ্গে থাকুন ➥