HomeMobilesAndroid 13 আপডেট পেতে চলেছে ভিভোর বিভিন্ন ফোন, এক ক্লিকে তালিকা দেখে...

Android 13 আপডেট পেতে চলেছে ভিভোর বিভিন্ন ফোন, এক ক্লিকে তালিকা দেখে নিন

গত আগস্ট মাসে Google নতুন মোবাইল অপারেটিং সিস্টেম Android 13 ঘোষণা করেছিল। তারপরেই ভিভো তাদের Vivo V80 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোনে অ্যান্ড্রয়েডের ওই ত্রয়োদশ সংস্করণের উপর ভিত্তি করে Funtouch OS 13 তড়িঘড়ি রোলআউট করেছিল। এখন সংস্থাটি তাদের আরও একাধিক হ্যান্ডসেটে লেটেস্ট Android ভার্সন রিলিজের জন্য কোমর বাঁধতে শুরু করেছে।

এ ক্ষেত্রে বলে রাখি, ভিভোর নতুন মোবাইল ওএস এখনও বিটা ফেজে রয়েছে এবং চলতি বছর তাদের প্রিমিয়াম ও মিড-রেঞ্জ ডিভাইসে রোলআউট করা হবে। আর ২০২৩ থেকে সংস্থার কমদামী হ্যান্ডসেটগুলি Android 13 নির্ভর Funtouch OS 13 পাবে। টুইটার অ্যাকাউন্ট থেকে নতুন অ্যান্ড্রয়েড আপডেট মুক্তির রোডম্যাপ প্রকাশ করেছে ভিভো।

নভেম্বরের মাঝামাঝি থেকে Vivo X80, Vivo X70, Vivo X70 Pro, Vivo V25 Pro, Vivo V25, Vivo V23 Pro, Vivo V23 5G, এবং Vivo V23e 5G স্মার্টফোনে Android 13 ভার্সনে আপগ্রেড হবে। আর মাঝ ডিসেম্বরে Vivo X60, Vivo X60 Pro, এবং Vivo X60 Pro+ মডেলে ওই আপডেট আসবে।

বেশ কয়েকমাস গ্যাপ দিয়ে সামনের বছরের প্রথমার্ধে Vivo V ও Y সিরিজের গুচ্ছের ফোনে আপডেট আসবে। যেগুলি হল Vivo V21 5G, Vivo V21e, Vivo V20 Pro, Vivo V20, Vivo V20 2021, Vivo Y75, Vivo Y73, Vivo V72 5G, Vivo Y53s, Vivo V21s, Vivo Y33s, Vivo Y20G, Vivo Y21T, Vivo Y33T, Vivo T1x, Vivo Y51A, Vivo Y31, Vivo Y20T। অর্থাৎ মোট ৩৭টি ফোনকে লেটেস্ট Android ভার্সনে আপগ্রেড করবে ভিভো

RELATED ARTICLES

Most Popular