HomeMobiles50 মেগাপিক্সেল ক্যামেরা সহ Vivo T3x 5G স্মার্টফোন ভারতে লঞ্চ হল, রয়েছে...

50 মেগাপিক্সেল ক্যামেরা সহ Vivo T3x 5G স্মার্টফোন ভারতে লঞ্চ হল, রয়েছে বড় ব্যাটারি

Vivo আজ ভারতের বাজারে তাদের লেটেস্ট বাজেট-রেঞ্জের স্মার্টফোন Vivo T3x 5G লঞ্চ করল। জানিয়ে রাখি, গত মাসে সংস্থাটি এই একই সিরিজের অধীনে Vivo T3 ফোনের ঘোষণা করেছিল। যদিও এটি, স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের তুলনায় একাধিক চিত্তাকর্ষক ফিচার অফার করে। Vivo T3x 5G স্মার্টফোনে 120 হার্টজ রিফ্রেশ রেটের FHD+ LCD ডিসপ্লে, কোয়ালকমের চিপসেট, 128 জিবি স্টোরেজ, 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, হাইব্রিড ডুয়াল সিম স্লট এবং 44 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত শক্তিশালী ব্যাটারি পাওয়া যাবে। আবার 8 জিবি পর্যন্ত র‌্যাম এক্সপেনশন ফিচারও সাপোর্ট করে এই হ্যান্ডসেট। চলুন Vivo T3x 5G স্মার্টফোনের দাম, প্রাপ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

ভারতে Vivo T3x 5G স্মার্টফোনের দাম এবং লভ্যতা

এদেশের বাজারে ভিভো টি3এক্স 5জি স্মার্টফোন মোট তিনটি স্টোরেজ কনফিগারেশনে এসেছে। যার মধ্যে 4 জিবি র‌্যাম + 128 জিবি স্টেরেজ যুক্ত বেস মডেলের দাম রাখা হয়েছে 13,499 টাকা। আবার 6 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ এবং টপ-এন্ড 8 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম থাকছে যথাক্রমে 14,999 টাকা ও 16,499 টাকা।

আগ্রহীদের জানিয়ে রাখি, আগামী 24শে এপ্রিল থেকে সংস্থার ওয়েবসাইট (vivo.com), ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart) এবং পার্টনার অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে ভিভো টি3এক্স 5জি ফোন প্রথমবার ওপেন সেলে কেনা যাবে৷ এটি – সেলেস্টিয়াল গ্রিন এবং ক্রিমসন ব্লিস কালার অপশনে পাওয়া যাবে।

Vivo T3x 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

ভিভো তাদের এই লেটেস্ট হ্যান্ডসেটকে 2.5ডি স্লিক ব্যাক প্যানেল ডিজাইনের সাথে লঞ্চ করেছে। এর রিয়ার ক্যামেরা মডিউলটি, ব্যয়বহুল হাই-এন্ড ঘড়ি দ্বারা অনুপ্রাণিত। Vivo T3x 5G ফোনে রয়েছে 6.72-ইঞ্চির ফুল এইচডি প্লাস (2408×1080 পিক্সেল) LCD ডিসপ্লে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 91.48% স্ক্রিন-টু-বডি রেশিও, 1000 নিট পিক ব্রাইটনেস এবং 393 পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। ভালো পারফরম্যান্সের জন্য এতে 4এনএম প্রসেসিং নোড ভিত্তিক কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে 8 জিবি পর্যন্ত র‌্যাম এবং 128 জিবি রম পাওয়া যাবে। যদিও এই ফোন অতিরিক্তভাবে 8 জিবি পর্যন্ত র‌্যাম এক্সপেনশন ফিচার সাপোর্ট করে। আবার মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এর স্টোরেজ ক্যাপাসিটি 1 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এই ভিভো হ্যান্ডসেট লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ফানটাচ ওএস 14 কাস্টম স্কিনে রান করে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য Vivo T3x 5G ফোনে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা ইউনিট বর্তমান। এই ক্যামেরাগুলি হল – 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (অ্যাপারচার – এফ/1.8) এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ লেন্স (অ্যাপারচার – এফ/2.4)। যার মধ্যে মুখ্য রিয়ার ক্যামেরাটি কম-আলোতেও উচ্চ-রেজোলিউশনের ছবি তুলতে সক্ষম। এছাড়া এই ফোন – 4কে ভিডিও রেকর্ডিং (শুধুমাত্র 8 জিবি র‌্যাম ভ্যারিয়েন্টে উপলব্ধ), নাইট মোড, পোর্ট্রেট মোড এবং সুপার নাইট মোডের মতো বিভিন্ন ক্যামেরা ফিচার সাপোর্ট করে। এই ডিভাইসের সামনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষণীয়, যার অ্যাপারচার এফ/2.05।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, নবাগতটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 5G নেটওয়ার্ক সমর্থিত হাইব্রিড ডুয়াল সিম (ন্যানো + ন্যানো/মাইক্রোএসডি) স্লট অফার করে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo T3x 5G ফোনে 6,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি একক চার্জে 68.8 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক এবং 23.33 ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম প্রদান করতে সমর্থ। পরিশেষে এই ফোন IP64 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং প্রাপ্ত।

RELATED ARTICLES

Most Popular