সস্তায় 6000mah ব্যাটারি, 50MP ক্যামেরা, 120hz ডিসপ্লে, বাজার কাঁপিয়ে হাজির Vivo Y200i

Avatar

Published on:

Vivo Y200i Launched

বেশ কিছুদিন ধরেই প্রযুক্তি মহলে ভিভো (Vivo)-এর পরবর্তী Y-সিরিজের স্মার্টফোনটির আগমন নিয়ে জল্পনা শোনা যাচ্ছে। এবার অবশেষে চীনের বাজারে Vivo Y200i-এর ওপর থেকে পর্দা সরালো ব্র্যান্ড। এটি গত বছর নভেম্বরে লঞ্চ হওয়া Y100i উত্তরসূরি হিসেবে এসেছে। তবে এতে ক্রমবর্ধমান আপগ্রেড সহ নতুন ডিজাইন দেখা যাবে। Vivo Y200i ফুলএইচডি+ ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর এবং বিশাল 6,000 এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন নবাগত ভিভো ফোনটির দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Vivo Y200i-এর স্পেসিফিকেশন এবং ফিচার

ডিজাইনের ক্ষেত্রে, ভিভো ওয়াই200আই-এর পাওয়ার বাটনে এম্বেড করা সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ ফ্ল্যাট ফ্রেম রয়েছে। ফোনটির রিয়ার প্যানেলে একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল সহ কিছুটা টেক্সচারযুক্ত চেহারা রয়েছে। ফোনটি IP64 ডাস্ট এবং ওয়াটারপ্রুফ চ্যাসিস অফার করে।

ভিভো ওয়াই200আই-এর সামনে 6.72 ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1,800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে৷ এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসরের সাথে এসেছে এবং এতে 12 জিবি র‍্যাম, 12 জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট ও 512 জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ মিলবে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, Vivo Y200i-এর রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উপস্থিত রয়েছে, যা 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্সের সাথে যুক্ত। আর সামনে পাঞ্চ-হোল কাটআউটের ভিতরে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেলফি ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Vivo Y200i-এ 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল 6,000 এমএএইচ ব্যাটারি ইউনিটের সাথে এসেছে। পরিশেষে, এটি অ্যান্ড্রয়েড 14-এর ওপর ভিত্তি করে অরিজিনওএস 4 কাস্টম স্কিনে চলে।

Vivo Y200i-এর দাম এবং লভ্যতা

চীনের বাজারে Vivo Y200i-এর বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 1,599 ইউয়ান (প্রায় 18,800 টাকা)৷ এছাড়া, এর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ মডেলগুলির মূল্য যথাক্রমে 1,799 ইউয়ান (প্রায় 21,155 টাকা) এবং 1,999 ইউয়ান (প্রায় 23,500 টাকা)। স্মার্টফোনটি ইতিমধ্যেই প্রি-অর্ডারের জন্য উপলব্ধ রয়েছে এবং এর সেল আগামী 27 এপ্রিল থেকে বিক্রি শুরু হবে। ফোনটিকে ব্লু, গ্লেসিয়ার হোয়াইট এবং মিডনাইট ব্ল্যাক- এই তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে। Vivo Y200i ভারতে আসবে কিনা, সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

সঙ্গে থাকুন ➥