HomeMobilesঅবিশ্বাস্য অফার, ৪০,০০০ টাকা পর্যন্ত দাম কমলো Xiaomi-র ১২ জিবি র‌্যামের 5G...

অবিশ্বাস্য অফার, ৪০,০০০ টাকা পর্যন্ত দাম কমলো Xiaomi-র ১২ জিবি র‌্যামের 5G স্মার্টফোন

Xiaomi 12 Pro at Lowest Price: শাওমির ১২ জিবি র‌্যামের একটি 5G স্মার্টফোন অর্ধেক দামে কেনার সুযোগ রয়েছে। এই ডিভাইসের উপর ৪০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আর আলোচ্য এই ফোনের নাম Xiaomi 12 Pro। ফ্লাট ডিসকাউন্টের পাশাপাশি এক্সচেঞ্জ ও ব্যাঙ্ক অফারের ফায়দা তুলতে পারবেন ক্রেতারা। এই অফার Flipkart, Amazon ও Mi.com সাইটে পাওয়া যাবে। চলুন Xiaomi 12 Pro এত কমে কীভাবে কেনা যাবে দেখে নেওয়া যাক।

Xiaomi 12 Pro এর দাম কমলো

শাওমি ১২ প্রো ৫জি ফোনের ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৪৭ শতাংশ ছাড়ে এখন বিক্রি হচ্ছে। ডিভাইসটির এমআরপি ৮৪,৯৯৯ টাকা হলেও, বর্তমানে এটি ৪৪,৯৯৯ টাকায় কেনা যাবে।

ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফার

শাওমি ১২ প্রো ৫জি ফোনের সাথে ব্যাঙ্ক কার্ড অফার পাওয়া যাচ্ছে। যার মাধ্যমে ২০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে। আবার এই হ্যান্ডসেটের উপর ফ্লিপকার্ট ৩৭,০০০ টাকা পর্যন্ত এবং অ্যামাজন ২২,৮৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট দিচ্ছে। 

Xiaomi 12 Pro এর বিশেষত্ব

শাওমি ১২ প্রো ৫জি ফোনের স্পেসিফিকেশন নিয়ে বললে, এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট, ১২০ হার্জের রিফ্রেশ রেটসহ ৬.৭৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আবার এতে রয়েছে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। 

RELATED ARTICLES

Most Popular