ওপ্পো-ভিভো ফেল! স্রেফ 2 দিনেই 1000 কোটি টাকার ফোন বিক্রি করে রেকর্ড গড়ল Redmi

Avatar

Published on:

Xiaomi Sells Redmi Note 13 Series Phones

জানুয়ারিতে Redmi Note 13 5G সিরিজ লঞ্চের মাধ্যমে নতুন বছরে ধামাকাদার সূচনা করেছে রেডমি। ফোনগুলি লঞ্চের পর থেকে ভারতীয় ক্রেতাদের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো ছিল। আর তার প্রভাব বিক্রির ওপরও পড়েছে। কোম্পানির তরফে এখন ঘোষণা করা হয়েছে যে, গত ১০ জানুয়ারি, দুপুর ১২ টা থেকে স্ট্যান্ডার্ড Redmi Note 13 5G, Redmi Note 13 Pro 5G এবং Redmi Note 13 Pro Plus 5G-এর সেল শুরু হওয়ার পর রেডমি এই সিরিজের ফোন বেচে ১,০০০ কোটি টাকার মুনাফা লাভ করেছে৷

Redmi Note 13 5G সিরিজের বিক্রি 1,000 টাকা ছাড়ালো

রেডমি গতকাল একটি পোস্টার প্রকাশ করে তাদের ১,০০০ কোটি টাকার মাইলফলক স্পর্শ করার কৃতিত্বের কথা জানিয়েছে। রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি এবং রেডমি নোট ১৩ প্রো ৫জি উচ্চমানের ডিসপ্লে, ফ্ল্যাগশিপ লেভেল ক্যামেরা এবং ফাস্ট চার্জিং সহ প্রিমিয়াম ফিচার খুঁজছেন এমন ইউজারদের জন্য ডিজাইন করা হয়েছে। অন্যদিকে, রেডমি নোট ১৩ ৫জি সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় বৈশিষ্ট্য অফার করে নোট সিরিজের ঐতিহ্য বজায় রেখেছে।

Redmi Note 13 5G-এর মূল্য এবং লভ্যতা

রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি-এর নেট কার্যকরী মূল্য যথাক্রমে ২৯,৯৯৯ টাকা (৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ), ৩১,৯৯৯ টাকা (১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ) এবং ৩৩,৯৯৯ টাকা (১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ)। অফার সহ রেডমি নোট ১৩ প্রো ৫জি-এর কার্যকরী দাম হল ২৩,৯৯৯ টাকা (৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ), ২৫,৯৯৯ টাকা (৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ) এবং ২৭,৯৯৯ টাকা (১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ)।

অন্যদিকে, স্ট্যান্ডার্ড Redmi Note 13 5G-এর অফার সহ নেট কার্যকরী মূল্য হল ১৬,৯৯৯ টাকা (৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ), ১৮,৯৯৯ টাকা ( ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ) এবং ২০,৯৯৯ টাকা (১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ)। শাওমি/রেডমি ইউজাররা ২,৫০০ টাকার একটি বিশেষ শাওমি লয়্যালটি বোনাস পাবেন এবং আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডের সাথে ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ছাড় উপভোগ করতে পারেন। তাছাড়া, Redmi Note 13 5G সিরিজটি কিনলে ক্রেতারা মাত্র ১,৯৯৯ টাকায় Redmi Watch 3 Active ইয়ারবাডটি পেতে পারেন।

Redmi Note 13 Pro Plus 5G-এর স্পেসিফিকেশন

Redmi Note 13 Pro Plus 5G গ্লাস এবং লেদার ভ্যারিয়েন্টে উপলব্ধ এবং এতে বক্সি ডিজাইন দেখা যায়। ফোনটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং সহ এসেছে। ডিভাইসটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সহ ৬.৬৭ ইঞ্চির পাঞ্চ-হোল কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে। ফোনটি MediaTek Dimensity 7200 Ultra চিপসেট দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য, Redmi Note 13 Pro Plus 5G-এ ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান৷ অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ডলবি অ্যাটমস-সমর্থিত ডুয়েল স্টেরিও স্পিকার, একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে৷

Redmi Note 13 Pro 5G-এর স্পেসিফিকেশন

ফ্ল্যাট ফ্রেম বডি এবং আইপি৫৪ (IP54) স্প্ল্যাশ রেজিস্ট্যান্স রেটিং সহ Redmi Note 13 Pro 5G ফোনটি Qualcomm Snapdragon 7s Gen 2 চিপসেটের সাথে এসেছে। এতে ৬.৬৭ ইঞ্চির পাঞ্চ-হোল অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ডলবি ভিশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিভাইসটিতে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এবং এটি ৬৭ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট সহ ৫,১০০ এমএএইচ ব্যাটারি অফার করে। Redmi Note 13 Pro 5G-এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে ডুয়েল সিম, ৫জি সংযোগ, ওয়াই-ফাই ৬ই এবং একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে৷

Redmi Note 13 5G-এর স্পেসিফিকেশন

ফ্ল্যাট ফ্রেম ডিজাইন সহ Redmi Note 13 5G-তে ১২০ হার্টজ রিফ্রেশ হার সহ ৬.৬৭ ইঞ্চির পাঞ্চ-হোল অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। এটি MediaTek Dimensity 6080 চিপসেট দ্বারা চালিত। ক্যামেরার ক্ষেত্রে, এই ফোনের পেছনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে, আর সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান৷ পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Redmi Note 13 5G ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৩৩ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, এতে মিলবে ডুয়েল সিম সাপোর্ট, ৫জি সংযোগ, ওয়াইফাই ৬ই, ডুয়েল স্টেরিও স্পিকার, একটি মাইক্রোএসডি কার্ড স্লট এবং স্প্ল্যাশ প্রতিরোধের জন্য আইপি৫৪ (IP54) রেটিং।

সঙ্গে থাকুন ➥