Oppo Find N3: ওপ্পোর নতুন ফোনের ব্যাকে 50+48+32 মেগাপিক্সেল Hasselblad ক্যামেরা

ফ্ল্যাগশিপ Find X6 সিরিজ লঞ্চের পর, ওপ্পো (Oppo) এবার Reno সিরিজের পরবর্তী স্মার্টফোনগুলির ওপর মনোনিবেশ করেছে। এছাড়াও, সূত্রের দাবি ব্র্যান্ডটি Find N3 নামে একটি নতুন ফোল্ডেবল ফোনের লঞ্চের জন্যও প্রস্তুতি নিচ্ছে। এটি গত ডিসেম্বরে লঞ্চ হওয়া Oppo Find N2-এর উত্তরসূরি হিসেবে বাজারে পা রাখবে। তবে পূর্বসূরির লঞ্চের মাস চারেকের মধ্যেই Find N3 সম্পর্কে নানা তথ্য ফাঁস হতে শুরু করেছে। যদিও, নয়া ফোল্ডেবলটি প্রত্যাশিত সময়ের আগেই লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায়নি। আর এখন একটি স্কিম্যাটিক প্রকাশ্যে এসেছে, যা এটির ডিজাইন প্রদর্শন করেছে। আসন্ন Oppo Find N3 ক্যামেরার জন্য একটি বিশাল বৃত্তাকার আইল্যান্ড সহ Find X6 সিরিজের ডিজাইনের ভাষা অনুসরণ করবে। এতে হ্যাসেলব্লাড (Hasselblad) দ্বারা টিউন করা ক্যামেরা সেটআপও দেখা যাবে, যা ক্যামেরা লেন্স প্রস্তুতকারকের সাথে ওপ্পোর পার্টনারশিপকে তুলে ধরে। আসুন তাহলে Oppo Find N3 কেমন দেখতে হতে পারে, জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Oppo Find N3-এর ডিজাইন

ফাঁস হওয়া স্কিম্যাটিক অনুয়ায়ী, পূর্বসূরি ওপ্পো ফাইন্ড এন২-এর তুলনায় নতুন ফাইন্ড এন৩ কিছুটা লম্বা হবে বলে মনে করা হচ্ছে। এর পিছনে বড় বৃত্তকার ক্যামেরা মডিউল অবস্থান করবে, যার মধ্যে হ্যাসেলব্লাডের টিউনিং সহ একটি ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকবে। লেন্সগুলির মধ্যে একটি পেরিস্কোপ ইউনিট দেখা যাবে। প্রসঙ্গত, শাওমিও তাদের পরবর্তী প্রজন্মের মিক্স ফোল্ড ৩-এ প্রথমবারের জন্য একটি পেরিস্কোপ লেন্স যুক্ত করার পরিকল্পনা করছে।

Oppo Find N3: ওপ্পোর নতুন ফোনের ব্যাকে 50+48+32 মেগাপিক্সেল Hasselblad ক্যামেরা

এছাড়া স্কিম্যাটিকগুলি দেখে মনে হচ্ছে যে, ওপ্পো ফাইন্ড এন৩-এর ডান দিকে একটি সাইলেন্ট সুইচ থাকবে। ওপ্পোর ফোনে ফিজিক্যাল অ্যালার্ট স্লাইডার দেখা যায় না, এটি সহযোগী ব্র্যান্ড ওয়ানপ্লাসের একটি একাক্লুসিভ ফিচার। তবে মনে করা হচ্ছে, ওপ্পোর পরবর্তী ফোল্ডেবলটি ভবিষ্যতে ওয়ানপ্লাস হিসেবে রিব্যাজ করা হবে। সম্ভবত ওপ্পো ফাইন্ড এন৩ শুধুমাত্র চীনে বিক্রি করা হবে, আর আন্তর্জাতিক বাজারগুলিতে এটি ওয়ানপ্লাস ভি ফোল্ড হিসাবে আত্মপ্রকাশ করবে। সুতরাং, অ্যালার্ট স্লাইডারের উপস্থিতি এখানে অর্থবহ হয়ে উঠেছে। চলতি বছর, ওয়ানপ্লাস তাদের বেশিরভাগ ফ্ল্যাগশিপে এই বৈশিষ্ট্যটি ফিরিয়ে আনছে। তাই, ব্র্যান্ডের প্রথম ফোল্ডেবলের জন্য এটি একটি চমৎকার সিগনেচার ফিচার হবে।

Oppo Find N3-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

লিক অনুসারে, Oppo Find N3-তে বড় ৮ ইঞ্চির আউটার ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,২৬৮ x ২,৪৪০ পিক্সেলের রেজোলিউশন সাপোর্ট করবে। কভার ডিসপ্লেতে একটি ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে, যেখানে ভিতরেরটিতে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। Oppo Find N3 শক্তিশালী ৪,৮০৫ এমএএইচ ব্যাটারির সাথে আসবে বলে আশা করা হচ্ছে।

ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে। Find N3-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ সেন্সর, ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৫৮১ আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ৩২ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করবে।