চলে এল 9800mAh ব্যাটারি ও ডুয়েল ডিসপ্লের ফোন, ফুল চার্জে চলবে 1150 ঘন্টা

এমন বহু মানুষ আছেন যারা যেকোনো পরিস্থিতিতে দুর্দান্ত পারফরম্যান্স প্রদানের পাশাপাশি টেকসই স্ট্রাকচারের সাথে আসা রাফ-অ্যান্ড-টাফ স্মার্টফোন ব্যবহার করতে পছন্দ করেন। আপনিও যদি তাদের মধ্যেই একজন হন, তাহলে জানিয়ে রাখি Oukitel সম্প্রতি একটি রগড স্টাইলের নতুন হ্যান্ডসেট নিয়ে এসেছে। সদ্য লঞ্চ হওয়া এই মডেলটি Oukitel WP21 নামে বাজারজাত হয়েছে। এই ফোনের ফিচার সমূহ খুবই চিত্তাকর্ষক। যেমন এতে – ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট এবং ৯,৮০০ এমএএইচ ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি আছে। তবে সর্বাধিক উল্লেখযোগ্য বিষয় হল, এতে ‘অলওয়েজ অন ডিসপ্লে’ বা AOD ফিচার সমর্থিত একটি রিয়ার সেকেন্ডারি ডিসপ্লে রয়েছে এবং একক চার্জে এটি দীর্ঘ ১,১৫০ ঘন্টার স্ট্যান্ডবাই টাইম অফার করবে। চলুন Oukitel WP21 স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন বিশদে জেনে নেওয়া যাক…

Oukitel WP21 স্মার্টফোনের স্পেসিফিকেশন

ওকিটেল ডাব্লিউপি২১ স্মার্টফোনে একটি ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। মজার বিষয় হল, এই হ্যান্ডসেটের রিয়ার প্যানেলে একটি সেকেন্ডারি ডিসপ্লে রয়েছে, যা ‘অলওয়েজ অন ডিসপ্লে’ বা AOD ফিচার সাপোর্ট করে এবং নোটিফিকেশন, মিউজিক ট্র্যাক নিয়ন্ত্রণ ও ক্যামেরা ভিউফাইন্ডার হিসাবে কাজ করতে সক্ষম।

পারফরম্যান্সের জন্য নয়া Oukitel WP21 স্মার্টফোনে ৬এনএম প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। আবার স্টোরেজ হিসাবে এই ডিভাইসে ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি রম পাওয়া যাবে। যদিও মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এর ইন্টারনাল স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য এই রাগড হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – ৬৪ মেগাপিক্সেল Sony IMX 686 প্রাইমারি সেন্সর, ২০ মেগাপিক্সেল নাইট ভিশন লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। কানেক্টিভিটির জন্য এতে – এনএফসি, জিএনএসএস পজিশনিং এবং ব্লুটুথ ৫.০ উপলব্ধ। আবার পাওয়ার ব্যাকআপের জন্য আলোচ্য মডেলে ৯,৮০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি আছে, যা একক চার্জে ১,১৫০ ঘন্টা স্ট্যান্ডবাই টাইম এবং ১২ ঘন্টা পর্যন্ত একটানা ভিডিও প্লেব্যাক টাইম প্রদান করে বলে দাবি করেছে Oukitel।

স্মার্টফোনটি IP68 ওয়াটার রেজিস্ট্যান্স এবং IP69K ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং সহ এসেছে। আবার রগড ডিজাইন প্রদানের জন্য Oukitel WP21 MIL-STD-810H রেটিং প্রাপ্ত, যার মানে এই হ্যান্ডসেটকে যেকোনো ধরনের আবহাওয়ায় ব্যবহার করা যাবে। এর পরিমাপ ১৭৭.৩x৮৪.৩x১৪.৮ মিমি এবং ওজন ৩৯৮ গ্রাম।

Oukitel WP21 -এর দাম ও প্রাপ্যতা

নতুন ওকিটেল ডাব্লিউপি২১ স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য ২৮০ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ২২,৮০০ টাকা) রাখা হয়েছে। আর এটি আগামী ২৪শে নভেম্বর থেকে অনলাইন রিটেল সাইট আলি এক্সপ্রেসের মাধ্যমে প্রথমবার কেনার জন্য উপলব্ধ হবে৷ যদিও ভারতের বাজারে আলোচ্য মডেলটি কতদিনে পা রাখবে সেই বিষয়ে এখনো কিছু জানা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *