Poco C51 জলের দরে 7 এপ্রিল দেশে লঞ্চ হবে, দাম শুনলেই কিনতে ছুটবেন

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে যে পোকো (Poco) ভারতে তাদের C-সিরিজের অধীনে একটি নতুন বাজেট ফোন লঞ্চ করার পরিকল্পনা করছে, যা Poco C51 নামে আত্মপ্রকাশ করবে। ফ্লিপকার্ট (Flipkart) সম্প্রতি তাদের সাইটে এই ফোনটির উপলব্ধতা নিশ্চিত করে একটি মাইক্রো-সাইট লাইভ করেছে, যা জানান দিচ্ছে যে, এটি আগামী ৭ এপ্রিল ভারতের বাজারে লঞ্চ হবে। যদিও, বর্তমানে Poco C51-এর মাইক্রো-সাইটটি ফ্লিপকার্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে, উপস্থিত থাকাকালীন টিজার পেজটি আপকামিং পোকো ডিভাইসের মূল বৈশিষ্ট্যগুলি নিশ্চিত করেছে৷

প্রকাশ্যে এল Poco C51-এর Flipkart মাইক্রো-সাইট

পোকো এখনও পর্যন্ত তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বা ওয়েবসাইটে নতুন পোকো সি৫১-এর লঞ্চের বিবরণ নিশ্চিত করেনি। তবে ফ্লিপকার্টে প্রকাশিত মাইক্রোসাইট নিশ্চিত করেছে যে, এই বাজেট রেঞ্জের হ্যান্ডসেটটি ভারতে আগামী ৭ এপ্রিল দুপুর ১২ টায় লঞ্চ হবে। জানিয়ে রাখি, ব্র্যান্ডটি গত ফেব্রুয়ারিতে পোকো সি৫৫ নামে একটি সি-সিরিজের ফোন লঞ্চ করেছে, যা ভারতে রিব্র্যান্ডেড রেডমি সি১২ হিসাবে এসেছে।

আর এখন মনে করা হচ্ছে, পোকো সি৫১ মডেলটি মাসখানেক আগে লঞ্চ হওয়া রেডমি এ২ প্লাস-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে। আগেই উল্লেখ করা হয়েছে যে, ফ্লিপকার্ট পোকো সি৫১-এর মূল স্পেসিফিকেশন ও ফিচারগুলি প্রকাশ করেছে। তাই আসুন এগুলি দেখে নেওয়া যাক।

Poco C51-এর স্পেসিফিকেশন এবং ফিচার

ফাঁস হওয়া ফ্লিপকার্ট মাইক্রো-সাইটটি পোকো সি৫১-এর স্পেসিফিকেশন প্রকাশ করেছে, যা নির্দেশ করে যে এটি রেডমি এ২প্লাস-এর রিব্যাজড মডেল হবে। ফ্লিপকার্ট তালিকা অনুযায়ী, পোকো সি৫১ এইচডি+ রেজোলিউশন এবং ওয়াটারড্রপ নচ সহ ৬.৫২ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে অফার করবে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৩৬ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে, যা ৪ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ৩২ জিবি ইএমএমসি ৫.২ স্টোরেজের সাথে যুক্ত থাকবে। এতে ভার্চুয়াল র‍্যাম সাপোর্টও মিলবে যার সাহায্যে ৩ জিবি পর্যন্ত স্টোরেজ র‍্যাম হিসেবে ব্যবহার করা যাবে। এই বাজেট ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ গো এডিশনে রান করবে।

ফটোগ্রাফির জন্য, Poco C51-এর ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সাথে একটি কিউভিজিএ (QVGA) লেন্স এবং এলইডি ফ্ল্যাশ যুক্ত থাকবে। আর ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখতে পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Poco C51-এ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট ব্যবহার করা হবে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। এতে একটি মাইক্রো-ইউএসবি চার্জিং পোর্ট অবস্থান করবে।

এছাড়াও, Poco C51-এর সংযোগের বিকল্পগুলির মধ্যে থাকবে ডুয়েল-সিম সাপোর্ট, ৪জি সংযোগ, ২.৪ গিগাহার্টজের ওয়াইফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস। নিরাপত্তার জন্য, ডিভাইসটির ব্যাক প্যানেলে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। ফোনটি ব্লু এবং ব্ল্যাক এই দুই কালারে পাওয়া যাবে বলে জানা গেছে। যদিও, রেডমি এ২প্লাস একটি গ্রীন কালার অপশনেও লঞ্চ হয়েছিল, কিন্তু C51-এ সেই কালার ভ্যারিয়েন্টটি থাকবে কিনা, তা এখনও নিশ্চিত করা হয়নি। সর্বোপরি দামের ক্ষেত্রে, এই পোকো ফোনটির মূল্য ভারতের বাজারে ৭,০০০ থেকে ৮,০০০ টাকার মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।