2000 টাকা ডিসকাউন্ট, ঝাক্কাস ফিচারের Poco F6 স্মার্টফোন আজ কিনুন

২৩শে মে ভারতে লঞ্চ হয় Poco F6। আর আজ এই নয়া স্মার্টফোন অনলাইন শপিং পোর্টাল Flipkart -এর মাধ্যমে প্রথমবার এদেশে ওপেন সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। সর্বোপরি লঞ্চ অফারের লাভ ওঠাতে পারলে, এই ‘পারফরম্যান্স কেন্দ্রিক’ হ্যান্ডসেটটি কয়েক হাজার টাকা সাশ্রয় করে কিনে নেওয়া যাবে। আবার বর্ধিত ওয়ারেন্টির সুবিধাও পেয়ে যাবেন ক্রেতারা। ফিচার হিসাবে Poco F6 ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর, ১২ জিবি র‍্যাম, ৫১২ জিবি স্টোরেজ, ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর যুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ফাস্ট চার্জিং সমর্থিত শক্তিশালী ব্যাটারি বর্তমান।

ভারতে Poco F6 স্মার্টফোনের দাম ও সেল অফার

ভারতে Poco F6 ফোনের দাম ২৯,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এই দাম এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের। আবার ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং টপ-এন্ড ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ অপশন দুটির দাম থাকছে যথাক্রমে ৩১,৯৯৯ টাকা ও ৩৩,৯৯৯ টাকা। এটি – টাইটানিয়াম গ্লো, ক্লাসিক ব্ল্যাক এবং এভারল্যান্ড গ্রিন রঙে বেছে নেওয়া যাবে।

আগ্রহীরা আজ এই মুহূর্ত থেকেই ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) -এর মাধ্যমে হ্যান্ডসেটটি কিনতে পারবেন। এক্ষেত্রে সেল অফারের অংশ হিসাবে, ICICI ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ফ্ল্যাট ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। আবার যেসকল ক্রেতারা পুরোনো মোবাইল আপগ্রেড করে এই নয়া পোকো ফোন কিনবেন তারা পেয়ে যাবেন ২,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস। সর্বোপরি যারা আজই পোকো এফ৬ কিনবেন তাদের দুই বছরের ওয়ারেন্টি অফার করা হবে।

Poco F6 স্পেসিফিকেশন

ফ্লাট ফ্রেম ডিজাইনের সাথে আসা পোকো এফ৬ ফোনে গরিলা গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত ৬.৬৭-ইঞ্চির OLED ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১.৫কে রেজোলিউশন এবং ২,৪০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ভালো পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর, যার সাথে সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সংযুক্ত। এই হ্যান্ডসেট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপার ওএস কাস্টম স্কিনে রান করে। আবার নিরাপত্তার জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।

Poco F6 ফোনের পিছনে দুটি প্রসারিত ক্যামেরা রিং রয়েছে, যার মধ্যে দুটি সেন্সর অবস্থিত। এই ক্যামেরাগুলি হল – অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আবার সামনে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, এই নয়া পোকো হ্যান্ডসেটে অবজেক্ট ইরেজার সহ একাধিক এআই (AI) ফিচার মিলবে। ওভার হিটিংয়ের সমস্যা সমাধানের জন্য এতে হিট ডিসিপেশন সিস্টেম বর্তমান। তদুপরি কানেক্টিভিটি বিকল্প হিসাবে – ওয়াইফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি/৬, ব্লুটুথ ৫.৪, জিপিএস, গ্যালিলিও, গ্লোনাস, বিডিএস, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি ২.০ পোর্ট সামিল রয়েছে। Poco F6 ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৯০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। IP64 রেটিং প্রাপ্ত এই হ্যান্ডসেটের পরিমাপ ১৬০.৫x৭৪.৫x৮ মিমি এবং ওজন ১৭৯ গ্রাম।