Realme C33 আগামীকাল লঞ্চ হচ্ছে, তার আগেই ফাঁস হয়ে গেল দাম, দেখে নিন ফিচারও

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি (Realme) আগামীকাল (৬ সেপ্টেম্বর) ভারতে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্টে Realme Watch 3 Pro স্মার্ট ওয়াচ, Buds Air 3…

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি (Realme) আগামীকাল (৬ সেপ্টেম্বর) ভারতে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্টে Realme Watch 3 Pro স্মার্ট ওয়াচ, Buds Air 3 Pro ইয়ারবাড এবং Realme C33 স্মার্টফোনের ওপর থেকে পর্দা সরানো হবে বলে আশা করা হচ্ছে। আর এখন অফিসিয়াল লঞ্চের একদিন আগে, একটি রিপোর্টের মাধ্যমে Realme C33-এর দামের বিবরণ প্রকাশ্যে এসেছে।

ফাঁস হল Realme C33-এর মূল্য

সম্প্রতি ৯১মোবাইলস রিয়েলমি সি৩৩-এর একটি লিস্টিং জনপ্রিয় ভারতীয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart)-এ খুঁজে পেয়েছে। যদিও পরে লিস্টিংটি সাইট থেকে সরিয়ে দেওয়া হয়। তবে, তার আগে পাবলিকেশনটি আসন্ন ফোনটির মূল্য এবং অন্যান্য অনেক বিবরণ সমৃদ্ধ তালিকাটির একটি স্ক্রিনশট শেয়ার করেছে।

ভারতে রিয়েলমি সি৩৩-এর সম্ভাব্য দাম (Realme C33 Expected Price in India)

ফ্লিপকার্টের তালিকা অনুসারে, রিয়েলমি সি৩৩-এর ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি মডেলের দাম হবে ১১,৯৯৯ টাকা। ডিভাইসটির একটি ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ সংস্করণও বাজারে আসবে, যার মূল্য প্রায় ১০,৯৯৯ টাকা হবে। ফোনটি গোল্ড এবং ব্ল্যাক-এই দুই কালার অপশনে পাওয়া যাবে, তবে এর একটি অ্যাকোয়া ব্লু কালার ভ্যারিয়েন্টও থাকবে। তালিকা অনুযায়ী, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক (Flipkart Axis Bank) কার্ড দিয়ে কিনলে রিয়েলমি সি৩৩-এর দামের ওপর ৫% ক্যাশব্যাক পাওয়া যাবে।

রিয়েলমি সি৩৩-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Realme C33 Expected Specifications)

তালিকা অনুসারে, Realme C33 ফোনে একটি ৬.৫ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে থাকবে এবং এটি ৩ জিবি র‍্যাম/৩২ জিবি স্টোরেজ এবং একটি ৪ জিবি র‍্যাম/৬৪ জিবি স্টোরেজ অপশন সহ ইউনিসক টি৬১২ চিপসেট দ্বারা চালিত হবে। তবে এই হ্যান্ডসেটের স্টোরেজ ক্ষমতা ১ টেরাবাইট পর্যন্ত সম্প্রসারণ করা যাবে।

ফটোগ্রাফির জন্য, Realme C33-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উপস্থিত থাকবে। আর সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, ফোনের সামনে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Realme C33-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। নিরাপত্তার জন্য, এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও মিলবে। এছাড়া, সাম্প্রতিক একটি রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, হ্যান্ডসেটটির ওজন প্রায় ২৮৭ গ্রাম এবং পুরুত্ব ৮.৩ মিলিমিটার হবে।