একাধিক ভূমিকম্পের পূর্বাভাস দিয়ে নজির গড়ল Xiaomi-র MIUI 11

Xiaomi কয়েক বছর আগে নতুন UI ডিজাইন, লক স্ক্রিনে ডায়নামিক ক্লক, ক্রিয়েটিভ অলওয়েজ-অন ডিসপ্লে, কুইক রিপ্লাই, ডায়নামিক ভিডিও ওয়ালপেপার সহ MIUI 11 কাস্টম ওএস লঞ্চ করেছিল। এছাড়াও এই ওএস-এ এমন একটি ফিচার ছিল, যা MIUI চালিত স্মার্টফোনগুলিকে আসন্ন ভূমিকম্প সম্পর্কে মানুষকে সতর্ক করতে সক্ষম করে। সম্প্রতি সংস্থাটি এখনও পর্যন্ত এই ফিচারটির সফলভাবে অগ্রগতির বিশদ বিবরণ প্রকাশ্যে এনেছে।

সম্প্রতি Weibo (চীনের মাইক্রোসাইট)-তে একটি পোস্টে Xiaomi তার ভূমিকম্প সনাক্তকরণ ফিচার অর্থাৎ আর্থকোয়েক ডিটেকশন ফিচারটির (earthquake detection feature) লঞ্চ হওয়ার পর থেকে অর্জিত যাবতীয় কৃতিত্ব শেয়ার করেছে। সংস্থার মতে, ফিচারটি ৫০০ দিনেরও বেশি সময় ধরে অনলাইন রয়েছে এবং এটি ৪.০ বা তার বেশি মাত্রার ৩৫ টিরও বেশি ভূমিকম্প সফলভাবে সনাক্ত করেছে। সংস্থাটি আরও জানিয়েছে যে, ফিচারটি এখনও পর্যন্ত মোট ৮,৬৪০,৪৭৭ টি ডিভাইসে পৌঁছেছে, যার মধ্যে কেবল স্মার্টফোনই নয়, টিভিও অন্তর্ভুক্ত রয়েছে।

এর পাশাপাশি সংস্থাটি জানিয়েছে যে, এই ফিচারটি সমগ্র চীনব্যাপী ২৫টি প্রদেশে উপলব্ধ। এর অর্থ হল, আপনি যদি চীনের বাইরে অন্য কোথাও থাকেন এবং Xiaomi স্মার্টফোন ব্যবহার করেন, তবে আপনি দুর্ভাগ্যবশত এই ফিচারটি ব্যবহার করতে পারবেন না।

সবশেষে সংস্থাটি জানিয়েছে যে, তারা ডিজাস্টার মিটিগেশন রিসার্চ ইনস্টিটিউটের (Disaster Mitigation Research Institute) সাথে হাতে হাত মিলিয়ে এই ফিচারটিকে আরও উন্নত ও অধিক মাত্রায় কার্যকর করার পরিকল্পনা করছে। এছাড়া, এই আগাম ভূমিকম্প সতর্কতা প্রদানকারী ফিচারটি যাতে মানুষের কল্যাণে আরো ব্যাপকভাবে কাজে লাগানো যায় এবং আরো বেশি মানুষ যাতে এই ফিচারটি ব্যবহার করতে পারেন, সেজন্য Xiaomi, National Early Warning Release Center, National Emergency Broadcasting এবং China Earthquake Networks-এর সাথেও হাত মেলানোর পরিকল্পনা করেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন