ক্যামেরার সংখ্যা কমলেও উঠবে সুন্দর ছবি, স্মার্টফোনে যুগান্তর আনতে পারে Samsung

Samsung Galaxy S24 সিরিজ লঞ্চ হওয়ার পর প্রায় চারমাস অতিক্রান্ত হয়েছে। কিন্তু ইতিমধ্যেই এর পরবর্তী প্রজন্মের Samsung Galaxy S25 সিরিজটিকে নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা শুরু হয়ে গেছে। এই লাইনআপে হাই পাওয়ার ডেনসিটির জন্য স্ট্যাকড ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছিল। তবে পরে একটি রিপোর্টে বলা হয় যে, Galaxy S25 সিরিজে স্ট্যাকড ব্যাটারির পরিবর্তে শক্তি সংরক্ষণ করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবহার করা হবে, যা সম্ভাব্যভাবে আরও ভাল ব্যাটারি লাইফ অফার করবে। আর এখন এক টিপস্টার Galaxy S25 সিরিজের সবচেয়ে শক্তিশালী Samsung Galaxy S25 Ultra মডেলের ক্যামেরা সেটআপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন।

Samsung Galaxy S25 Ultra ভেরিয়েবল জুমের সাথে কম সংখ্যক রিয়ার ক্যামেরা সহ আসতে পারে

এক টিপস্টার সম্প্রতি অনলাইনে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ফোনের ক্যামেরা সিস্টেমের তিনটি নতুন দিক শেয়ার করেছে। স্যামসাং তাদের আসন্ন আল্ট্রা ফ্ল্যাগশিপের একটি প্রাথমিক প্রোটোটাইপ পরীক্ষা করছে বলে জানা গেছে। তার মতে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা প্রোটোটাইপে পূর্বসূরি মডেলগুলির মতো চারটির পরিবর্তে কেবল তিনটি রিয়ার ক্যামেরা রয়েছে। আইনতিনটি ক্যামেরা হল – প্রাইমারি, আল্ট্রা-ওয়াইড এবং একটি সিঙ্গেল পেরিস্কোপ টেলিফটো। স্যামসাং তথাকথিত “দুর্বল” ৩x টেলিফোটো মডিউলটি নতুন মডেল থেকে বাদ দিয়েছে এবং ডিজিটাল জুম দিয়ে ক্ষতিপূরণ করার লক্ষ্যে রয়েছে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি পূর্বসূরি স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা মডেল থেকেই জুম ক্যামেরা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। তারা আগের মডেলে থাকা অপেক্ষাকৃত দুর্বল ১০ মেগাপিক্সেলের ১০x টেলিফোটো লেন্সটিকে বাদ দিয়ে ৫০ মেগাপিক্সেলের ৫x জুম সেন্সরটি ব্যবহার করেছিল। বর্তমান ফোনটি আসলে উচ্চ রেজোলিউশনের ৫x ক্যামেরা এবং তাদের এআই ক্ষমতার সাথে লং-রেঞ্জের জুমগুলির সাথে ভালই কাজ করে। তাই এখন ৩x রেঞ্জের সেন্সরের ক্ষেত্রে অনুরূপ কৌশল প্রয়োগ করা অসম্ভব কিছু নয়।

শোনা যাচ্ছে, প্রধান ক্যামেরা একই সেন্সর সাইজ এবং রেজোলিউশন বজায় রাখবে। তবে সেন্সর আরও আলো ক্যাপচার করবে, সম্ভবত এটি একটি বড় অ্যাপারচারের সাথে আসবে। সেন্সরে আরও আলোর প্রবেশ সাধারণত আইএসপি (ISP)-এর জন্য সহায়ক, যা শেষ পর্যন্ত ভাল ফলাফল অফার করে।

অন্যদিকে, পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা হিসেবে Samsung Galaxy S25 Ultra ফোনে Galaxy S24 Ultra হ্যান্ডসেটের থেকে একটি বড় সেন্সর ব্যবহার করা হবে, যা জুম করা শটগুলির বিস্তারিত উন্নতি করতে পারে। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হল ভেরিয়েবল জুম যোগ করা, যা জুম করা শটে ছবির গুণমানের জন্য তাৎপর্যপূর্ণ। ভেরিয়েবল জুমের অর্থ হল ডেডিকেটেড ক্যামেরার মতো নির্দিষ্ট মেকানিজম ব্যবহার করা, যা সেন্সরে একটি বড় ইমেজ তৈরি করবে। আর নো ক্রপিং মানে জুমিং প্রক্রিয়ায় ছবির ডিটেলসের কোন ক্ষতি না হওয়া।

উল্লেখ্য, Samsung S25 Ultra দুটি নির্দিষ্ট ফোকাল লেন্থ অফার করবে – প্রথমটি ৪x এবং ৫x জুমের মধ্যে এবং দ্বিতীয়টি ৬x এবং ৭x জুমের মধ্যে। এটি একটি মডিউলে দুটি ভিন্ন জুম ক্যামেরা ইন্টিগ্রেট করার মতোই। এই ফোনটিও আগের মতো দুটি ফোকাল দৈর্ঘ্যের মধ্যে ভ্যালুগুলির জন্য ডিজিটাল জুম ব্যবহার করবে। তবে, দুটি নির্দিষ্ট ফোকাল লেন্থ একে অপরের বেশ কাছাকাছি এবং এর লস খুব বেশি লক্ষণীয় হবে না।