Vivo V29 5G সাপোর্ট করবে 80W আল্ট্রা ফাস্ট চার্জিং, FCC থেকে ফাঁস হল ব্যাটারির ক্ষমতাও

Vivo V সিরিজের পরবর্তী মডেলগুলি খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। বিগত কয়েকমাস ধরেই Vivo V29 লাইনআপকে নিয়ে প্রযুক্তি মহলে আলোচনা চলছে। একাধিক রিপোর্টেও এই সিরিজটির প্রসঙ্গ উঠে এসেছে। আসন্ন লাইনআপে অন্তর্ভুক্ত স্ট্যান্ডার্ড Vivo V29 5G মডেলটিকে ইতিমধ্যেই স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট অফ মালয়েশিয়া (SIRIM) এবং থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC)-এর ডেটাবেসে দেখা গেছে। এখন এটি মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সার্টিফিকেশন ওয়েবসাইটেও উপস্থিত হয়েছে, যা ফোনটির কিছু বৈশিষ্ট্য প্রকাশ করেছে।

Vivo V29 5G পেল FCC-এর ছাড়পত্র

V2250 মডেল নম্বর সহ ভিভো ভি২৯ ৫জি আমেরিকার ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)-এর সাইটে তালিকাভুক্ত হয়েছে। যার লিস্টিংটি প্রকাশ করেছে যে, ডিভাইসটিতে ব্লুটুথ এবং এনএফসি সাপোর্ট সহ ৫জি এবং এলটিই নেটওয়ার্ক মিলবে। উল্লেখযোগ্যভাবে, এফসিসি-এর নথিটি এও নিশ্চিত করেছে যে, ভিভো ভি২৯ ৫জি-তে ৪,৫০৫ এমএএইচ ব্যাটারি থাকবে এবং সাথে একটি ৮০ ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার সরবরাহ করা হবে, যার মডেল নম্বর V8073L0A0।

স্পেসিফিকেশনের কথা বললে ভিভো ভি২৯ ৫জি-তে ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে বলে খবর। যা ফুলএইচডি+ রেজোলিউশন অফার এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জিপ্লাস প্রসেসর ব্যবহার হবে বলে আশা করা হচ্ছে, যা ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে।

এছাড়া, Vivo V29 5G-এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম নির্ভর ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) মোবাইল সফটওয়্যার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা।