লঞ্চের আগেই ছড়িয়ে পড়ল Vivo X100s ফোনের ছবি, ক্যামেরা দেখলে চমকে যাবেন

Vivo X100s সিরিজের স্মার্টফোনগুলি এমাসের শেষের দিকে চীনে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক কিছু রিপোর্টেও এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে। এসপ্তাহের শুরুর দিকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি পোস্টার আসন্ন Vivo X100 Ultra এবং Vivo X100s মডেল দুটির ডিজাইন প্রকাশ করেছে৷ আর এখন কিছু লাইভ ইমেজ প্রকাশ্যে এসেছে, যা স্ট্যান্ডার্ড Vivo X100s ফোনটির ডিজাইনটি স্পষ্টভাবে তুলে ধরেছে। কেমন দেখতে হবে ভিভোর এই আসন্ন প্রিমিয়াম গ্রেডের স্মার্টফোনটিকে, চলুন জেনে নেওয়া যাক।

সামনে এল Vivo X100s-এর রিয়েল লাইফ ইমেজ

কার্ভড-এজ ওলেড (OLED) প্যানেল সহ ভিভো এক্স১০০ ফোনটি গতবছর নভেম্বর মাসে আত্মপ্রকাশ করেছিল। তবে, শোনা যাচ্ছে যে আসন্ন ভিভো এক্স১০০এস মডেলে ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। আর এখন হ্যান্ডসেটটির ফাঁস হওয়া লাইভ ইমেজগুলির মধ্যে একটি দেখিয়েছে যে, এতে ফ্ল্যাট স্ক্রিন রয়েছে। এর পাশাপাশি, ভিভো এক্স১০০এস ফোনের প্রান্তগুলি সমতল এবং পিছনে একটি বৃত্তাকার ক্যামেরা ডেকো রয়েছে, যার ভিতরে তিনটি ক্যামেরা সেন্সর এবং জেইস (Zeiss) লোগো দেখা যায়। আর পিছনের প্যানেলের ওপরের-ডান কোণে উল্লম্বভাবে সজ্জিত একটি এলইডি ফ্ল্যাশও বর্তমান।

জানিয়ে রাখি, আগামী ৭ মে চীনে মিডিয়াটেক ডাইমেনসিটি ডেভেলপারস কনফারেন্সে (MDDC) ডাইমেনসিটি ৯৩০০ প্লাস চিপসেটটি লঞ্চ হওয়ার কথা রয়েছে। এই চিপটি হবে বিদ্যমান ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসরের একটি ওভারক্লকড সংস্করণ, যা ভিভো এক্স১০০ এবং এক্স১০০ প্রো মডেলে ব্যবহার করা হয়েছে।

Vivo X100s

জল্পনা চলছে যে, কোম্পানি Vivo X100s Pro ফোনটিও স্ট্যান্ডার্ড X100s মডেলটির সাথে লঞ্চ করার পরিকল্পনা করছে। উভয়ই Dimensity 9300 Plus দ্বারা চালিত প্রথম ফোন হিসাবে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, এই ডিভাইসগুলিতে নতুন চিপসেট এবং ফ্ল্যাট স্ক্রিনের অন্তর্ভুক্তিই একমাত্র বড় আপগ্রেড হবে কারণ উভয় ফোনের বাকি বৈশিষ্ট্যগুলি Vivo X100 এবং X100 Pro ভ্যারিয়েন্টের অনুরূপ হবে বলে শোনা যাচ্ছে। এছাড়াও, Qualcomm Snapdragon 8 Gen 3 চিপ দ্বারা চালিত টপ-এন্ড Vivo X100 Ultra (বা X100s Ultra) X100s এবং X100s Pro-এর সাথে বাজারে আসতে চলেছে।