ক্যামেরা সহ নানা সমস্যা মিটিয়ে নতুন আপডেট রিলিজ করল Vivo, আপনার ফোন পাবে কিনা দেখুন

গত নভেম্বরে চীনে লঞ্চের পর, এ বছর ফেব্রুয়ারি মাসে Vivo X90 সিরিজ বিশ্ববাজারে পা রেখেছে। তারপর এই কয়েকমাসে ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করতে স্মার্টফোনটাটি একাধিকবার সফ্টওয়্যার আপডেট পেয়েছে। ব্র্যান্ডটি এখন আবার একটি নতুন আপডেট নিয়ে আসছে যা আরও কয়েকটি দিক উন্নত করবে। Vivo X90-এর এই নয়া সফ্টওয়্যার আপডেটটি কি কি অফার করতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক।

Vivo X90-এর নতুন সফ্টওয়্যার আপডে একাধিক সমস্যার সমাধান করবে

ভিভো এক্স৯০-এর লেটেস্ট আপডেটে মে,২০২৩-এর অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া, বিশেষভাবে সেলফি ক্যামেরার সুপার নাইট মোডকে লক্ষ্য করে ক্যামেরা অপ্টিমাইজেশন করা হয়েছে। এতে লো লাইটেও তোলে ছবির ক্লারিটি বৃদ্ধি পাবে। আপডেটটির ফার্মওয়্যার ভার্সন PD2241BF_EX_A_13.0.17.2.W30 এবং সাইজ ২৪৫ মেগাবাইট। চলুন আপডেটের প্রধান চেঞ্জলগগুলি দেখে নেওয়া যাক।

সিস্টেম

  • সিস্টেম নিরাপত্তা উন্নত করতে মে,২০২৩ গুগল সিকিউরিটি প্যাচে আপডেট করা হয়েছে
  • নির্দিষ্ট কিছু অ্যাপ মাঝে মাঝে ক্র্যাশ হয়ে যাওয়ার
    সমস্যাটি সমাধানের জন্য সিস্টেম স্টেবিলিটি অপ্টিমাইজ করা হয়েছে। নেটওয়ার্ক
  • নেটওয়ার্ক অ্যাডাপ্টিবিলিটি এবং স্টেবিলিটি অপ্টিমাইজ করা হয়েছে। ক্যামেরা
  • সুপার নাইট মোডে ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা ফটোগুলির ক্লারিটি অপ্টিমাইজ করা হয়েছে৷
  • উন্নত শুটিং এক্সপেরিয়েন্স প্রদান করতে ক্যামেরার সামগ্রিক ফাংশন অপ্টিমাইজ করা হয়েছে। ব্লুটুথ
  • ব্লুটুথ ইয়ারফোন সংযুক্ত থাকা সত্ত্বেও ইনকামিং কল আসলে মাঝে মাঝে ফোনের স্পিকারের মাধ্যমে রিং বেজে ওঠার সমস্যাটির সমাধান করা হয়েছে।