Vivo Y27 5G বাজারে আসার আগে পেল গুরুত্বপূর্ণ ছাড়পত্র, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ থাকবে ৫০০০ mAh ব্যাটারি

Vivo বর্তমানে Vivo Y27 5G নামের একটি নয়া স্মার্টফোনের উপর কাজ করেছে। আলোচ্য ডিভাইসটিকে হালফিলে বেঞ্চমার্কিং সাইট Geekbench, Google Play Console এবং EEC সার্টিফিকেশন সাইটে উপস্থিত হতে দেখা যায়। আর আজ এই একই স্মার্টফোন ‘ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন’ (NBTC) সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে ছাড়পত্র পেল, যা ইঙ্গিত দিচ্ছে, Vivo Y27 5G খুব শীঘ্রই হয়তো থাইল্যান্ডের বাজারে লঞ্চ হবে।

NBTC সার্টিফিকেশন সাইটের লিস্টিং অনুসারে, আপকামিং ভিভো ওয়াই২৭ ৫জি স্মার্টফোনটি V2302 মডেল নম্বর সহ আসবে। তবে ডিভাইসটির মডেল নম্বর এবং নাম ব্যতীত ফিচার কিংবা ডিজাইন সম্পর্কিত আর কোনও তথ্য লিস্টিংয়ে উল্লেখ নেই। যদিও একটা বিষয়ে সম্পর্কে আমরা নিশ্চিত যে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওয়াই-সিরিজের এই নয়া মডেলকে থাইল্যান্ডের বাজারে লঞ্চ করা হবে।

Vivo Y27 5G -এর সম্ভাব্য স্পেসিফিকেশন

পূর্বে ফাঁস হওয়া রিপোর্ট অনুসারে, Vivo Y27 5G স্মার্টফোনকে Vivo Y36 5G মডেলের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে বাজারে আনা হবে। যদি এই তথ্য সত্যি হয়, তাবে আসন্ন এই ৫জি ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৪-ইঞ্চি ফুল এইচডি প্লাস LCD ডিসপ্লে দেওয়া হবে।

আবার Vivo Y27 5G ৫০-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২-মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম সহ আসতে পারে। এদিকে সেলফি এবং ভিডিও কলিংয়ের সুবিধার্থে এতে ১৬-মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকতে পারে।

আবার পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ভিভো ওয়াই২৭ ৫জি স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে বলে আশা করা হচ্ছে।