Xiaomi 13T ও Xiaomi 13T Pro লঞ্চ হতে বেশি দেরি নেই, ফিচার্স শুনলে চমকে যাবেন

শাওমি খুব শীঘ্রই তাদের লেটেস্ট নম্বর সিরিজের অধীনে T-ব্র্যান্ডিংয়ের সাথে Xiaomi 13T লাইনআপ বিশ্ববাজারে উন্মোচন করার পরিকল্পনা করছে। এই সিরিজে অন্তর্ভুক্ত Xiaomi 13T এবং 13T Pro- মডেল দুটির সম্পর্কে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য অনলাইনে ফাঁস হয়েছে, এমনকি এগুলিকে কিছু পাবলিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মেও দেখা গেছে। আর এখন স্ট্যান্ডার্ড Xiaomi 13T এবং 13T Pro উভয় মডেলই মালয়েশিয়ার এসআইআরআইএম (SIRIM) সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। লিস্টিংটি ইঙ্গিত করে যে, ফোনগুলি গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে আর খুব বেশি সময় বাকি নেই।

Xiaomi 13T সিরিজ পেল SIRIM-এর অনুমোদন

আসন্ন শাওমি ১৩টি প্রো এবং শাওমি ১৩টি হ্যান্ডসেট দুটি যথাক্রমে 2306EPN60G এবং 2306EPN60G মডেল নম্বর সহ স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট অফ মালয়েশিয়া (SIRIM)-এর ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। যদিও এই লিস্টিংয়ে ফোনগুলির স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে কোন বিবরণ প্রকাশ করা হয়নি, তবে এটি মালয়েশিয়ার বাজারে উভয় ডিভাইসের লঞ্চ নিশ্চিত করে।

Xiaomi 13T Pro-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

সাম্প্রতিক কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে, শাওমি ১৩টি প্রো মডেলটি সম্প্রতি চীনে লঞ্চ হওয়া রেডমি কে৬০ আল্ট্রা-র রিব্র্যান্ডেড সংস্করণ হবে। তবে, এতে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭০৭ প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি৫০ডি টেলিফটো এবং ১৩ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি১৩বি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সমন্বিত আলাদা ক্যামেরা সেটআপ থাকবে৷

এর পাশাপাশি, Xiaomi 13T Pro-তে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে। ফোনটিতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে। 13T Pro আইপি৬৮ (IP68) রেটিং সহ আসবে এবং এটি গ্রীন, হোয়াইট এবং ব্ল্যাক – এই তিনটি কালার অপশনে পাওয়া যাবে।

জানিয়ে রাখি, Xiaomi 13T এবং Xiaomi 13T Pro উভয়ই ইতিমধ্যে আইএমইআই (IMEI) ডেটাবেস, সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA) এবং টিকেডিএন থাইল্যান্ড (TKDN Thailand)-এর অনুমোদন লাভ করেছে৷ আবার, Xiaomi 13T মডেলটি এনএফসি, ৫জি, ওয়াইফাই ৮০২.১১এএক্স, ব্লুটুথ ৫.৩ এবং জিএনএসএস-এর মতো সংযোগ বিকল্পগুলির উপস্থিতি নিশ্চিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)-এর ডেটাবেসেও উপস্থিত হয়েছে।

উল্লেখ্য, এফসিসি লিস্টিংটি বিভিন্ন ব্যাক প্যানেল এবং স্টোরেজ বিকল্পগুলির সাথে Xiaomi 13T তিনটি ভিন্ন সংস্করণ আসবে বলে নিশ্চিত করেছে। গ্লাস ব্যাক এবং পলিইউরেথেন (PU) ব্যাক সহ ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ হবে। আর, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ শুধুমাত্র পলিইউরেথেন ব্যাক প্যানেলে পাওয়া যাবে বলে জানা গেছে।

Xiaomi 13T সিরিজে সর্বাধিক ১৬ জিবি র‍্যাম সহ MediaTek Dimensity 9200+ প্রসেসর থাকতে পারে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ওএস ভিত্তিক এমআইইউআই১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করবে। শাওমি আগামী ১ সেপ্টেম্বর Xiaomi 13T সিরিজ লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখটি নিশ্চিত করা হয়নি।