অটোকার

শোরুমে গেলে আর পাবেন না, পালসার, প্ল্যাটিনা সহ তিনটি বাইক বন্ধ করল Bajaj

Published on:

Bajaj Pulsar F250 CT125x platina 110 abs discontinued in india

নতুন বছর শুরু হতেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল বাজাজ। কম বিক্রিত তিনটি মোটরসাইকেল বন্ধ করে দিল ভারতীয় সংস্থাটি। যে তালিকায় রয়েছে Platina 110 ABS, CT125X এবং Pulsar F250। প্রতিটি মডেল ভাল কোয়ালিটির হলেও ক্রেতা টানতে ব্যর্থ হয়েছিল। সেই কারণে বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি সর্বভারতীয় সংবাদমাধ্যমের। উল্লেখ্য, এই বাইকগুলির সর্বাধিক বয়স চার বছর৷ 2021 সালে প্রথম বাজারে এসেছিল।

পালসার, প্ল্যাটিনা সহ তিনটি বাইক বন্ধ করল বাজাজ

প্রথমেই তিনটি মডেলের মধ্যে সবথেকে সস্তা Platina 110 ABS এবং এটি 125 সিসির নীচে একমাত্র বাইক যেটি সিঙ্গেল চ্যানেল এবিএস-এর মতো সেফটি ফিচার অফার করতো। প্ল্যাটিনা বাজাজের সবথেকে পুরনো মোটরসাইকেলগুলির মধ্যে একটি। অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেমযুক্ত সংস্করণটি 2022 সালে লঞ্চ হয়েছিল। সেই সময় দাম রাখা হয়েছিল 72,224 টাকা।

WhatsApp Community Join Now

অন্যদিকে, Bajaj CT125X সংস্থার লাইনআপে CT100-এর উপরে বিক্রি হত। রাফ এন্ড টাফ মোটরবাইক হিসাবে পরিচিত ছিল। এটির 125 সিসি ইঞ্জি 8000 আরপিএম গতিতে 10.7 হর্সপাওয়ার ও 5500 আরপিএমে 11 এনএম টর্ক উৎপাদনে সক্ষম ছিল। সঙ্গে থাকত ফাইভ স্পিড গিয়ারবক্স। কিনতে খরচ হত 71,354 টাকা থেকে 74,554 টাকা (এক্স-শোরুম)।

2021 সালে Pulsar N250-এর সঙ্গে লঞ্চ হয়েছিল সেমি-ফেয়ার্ড ডিজাইনের F250। অরিজিনালি Pulsar 220F-এর রিপ্লেসমেন্ট হিসাবে আগমন ঘটেছিল এটির। কিন্তু নজর কাড়তে ব্যর্থ হওয়ার ফলে সংস্থাকে বাধ্য হয়ে 220F নতুন অবতারে লঞ্চ করতে হয়। F250 গত বছর আপডেট করা হয়েছিল এবং দাম রাখা হয় 1.50 লক্ষ টাকা (এক্স-শোরুম)। বাইকটির 249 সিসি ইঞ্জিনের আউটপুট ছিল 24.1 বিএইচপি ও 21.5 এনএম।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন