দূষণ কমাতে বদ্ধপরিকর নরওয়ে। নাগরিকদের ইলেকট্রিক গাড়ি ব্যবহার করার জন্য উৎসাহ দিচ্ছে সরকার। যার ফল হাতেনাতে পেল নরওয়ে প্রশাসন। 2024 সালে এই দেশে যতগুলি নতুন গাড়ি বিক্রি হয়েছে তার মধ্যে সিংহভাগ ইলেকট্রিক। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, 2024 এ নরওয়েতে বিক্রি হওয়া দশটি নতুন গাড়ির মধ্যে নয়টি ছিল ব্যাটারি চালিত।
নরওয়েজিয়ান রোড ফেডারেশন (OFV) এর ডেটা অনুযায়ী, 2024 সালে বিক্রি হওয়া নতুন গাড়ির 88.9% ছিল ইলেকট্রিক। যা 2023 সালের 82.4% এর থেকে বেশি। কোন ইলেকট্রিক গাড়ি সবথেকে বেশি বিক্রি হচ্ছে এই দেশে? টপ-সেলিং ব্র্যান্ডগুলির তালিকায় প্রথমে রয়েছে টেসলা।
নরওয়েতে এখন শুধুই ইলেকট্রিক গাড়ি
এই দেশে শীর্ষ তিনটি ইলেকট্রিক গাড়ি ব্র্যান্ড হলে – Tesla, Volkswagen এবং Toyota। অবাক করা বিষয় হলে, এই দেশে বিক্রি হওয়া 10 শতাংশ ইলেকট্রিক গাড়ি চিনের তৈরি। এই প্রসঙ্গে, নরওয়েজিয়ান ইভি অ্যাসোসিয়েশনের প্রধান ক্রিস্টিনা বু জানিয়েছেন, “নরওয়ে বিশ্বের প্রথম দেশ হবে, যেটি নতুন গাড়ির বাজার থেকে পেট্রল এবং ডিজেল ইঞ্জিনের গাড়ি মুছে ফেলবে।”
লক্ষণীয় বিষয়, নরওয়ে নিজেই একটি তেল উৎপাদনকারী দেশ। কিন্তু তবুও পেট্রল ও ডিজেল চালিত গাড়ির উপর জরিমানা বসিয়েছে সরকার। অন্যদিকে, ইলেকট্রিক গাড়ির আমদানির উপর রাখা হয়েছে আকর্ষণীয় ছাড়। ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়ানোর জন্য একাধিক পলিসি গ্রহণ করেছে নরওয়ে।
ক্রিস্টিনা বু আরও বলেন, “প্রায়ই আমরা অন্যান্য দেশে দেখি, যে কেউ ট্যাক্স প্রণোদনা বা ছাড় দেয় এবং তার পরে তারা আবার একই জায়গায় ফিরে আসে।” তিনি বলেন, “পেট্রল এবং ডিজেল গাড়ি নিষিদ্ধ করার পরিবর্তে, ইনসেন্টিভ রাখাও গুরুত্বপূর্ণ। কারণ কী করতে হবে তা বলে দিলে, লোকেরা সেটা পছন্দ করে না।”