নতুন বছরের তাদের বাইকের উপর বাম্পার অফার নিয়ে হাজির কাওয়াসাকি ইন্ডিয়া। ভারতে বিক্রিত চারটি মোটরসাইকেলের উপর রাখা হয়েছে অফার। এই জাপানি কোম্পানির বাইক বিশ্বজুড়ে বিখ্যাত। বিশেষ করে নিনজা সিরিজ, যা কেনার জন্য অপেক্ষায় থাকেন বাইক-প্রেমীরা। আপনাদের জানিয়ে রাখি, চলতি মাসে Z900, Ninja 650, Ninja 300 এবং Ninja 500 এই চারটি মডেলের উপর ছাড় রয়েছে।
Kawasaki Ninja 300 মডেলের উপর ৩০,০০০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। Ninja 500 মডেলটির উপর ১৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে। Kawasaki Ninja 650 কেনা যাবে ৪৫,০০০ টাকা পর্যন্ত সস্তায়। আর সবার শেষে Kawasaki Z900 বাইকের উপর ৪০,০০০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। এই অফার শহর ও শোরুম অনুযায়ী আলাদা হতে পারে।
???? NEW YEAR, NEW BEGINNINGS! ????
Save Big on Your Dream Kawasaki Ride! ????
???? Limited-Time New Year Offers! ????
✅ Redeem vouchers against the Ex-showroom Price!
✅ Voucher amount includes GST!
✅ Offer valid till 28th February 2025!link-https://t.co/hX80sLyccM pic.twitter.com/nHvZjl2ufk
— Kawasaki India (@india_kawasaki) February 6, 2025
অফার ছাড়া, Kawasaki Z900 বাইকের দাম ৯.২৯ লাখ টাকা। এই মোটরসাইকেলে উপস্থিত ৯৪৮ সিসি ইঞ্জিন। সর্বোচ্চ ১২৩.৬ হর্সপাওয়ার ক্ষমতা উৎপন্ন করতে পারে এই ইঞ্জিন। অন্যদিকে, Kawasaki Ninja 650 মডেলের দাম ৭.১৬ লাখ টাকা। এই বাইকে রয়েছে ৬৪৯ সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ ৬৭.৩ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে সক্ষম। ভারতের অন্যতম জনপ্রিয় বাজেট স্পোর্টস বাইক Kawasaki Ninja 500 কিনতে খরচ হয় ৫.২৪ লাখ টাকা।
ওই মোটরসাইকেলে রয়েছে ৪৫১ সিসি লিকুইড কুল্ড টুইন সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ ৪৫ হর্সপাওয়ার উৎপন্ন করতে পারে। আর Ninja 300 বাইকের দাম ৩.৪৩ লাখ টাকা। এটি কোম্পানির সবথেকে সস্তা ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইক। এতে ২৯৬ সিসি ইঞ্জিন রয়েছে যা সর্বোচ্চ ৩৮.৮ হর্সপাওয়ার উৎপন্ন করতে পারে। উপরোক্ত বাইকগুলিতে আলাদা অফার প্রযোজ্য। এই ছাড় ভাউচার হিসাবে পাওয়া যাবে। বিশদে জানতে নিকটবর্তী শোরুমে যোগাযোগ করতে পারেন।