Maruti Alto K10 বর্তমানে দেশের সবচেয়ে সস্তা চার চাকার পেট্রল গাড়ি। এর থেকে কম দামে আর ভাল মডেল দেশের বাজারে নেই। এবার মধ্যবিত্তের প্রিয় সেই গাড়ির দাম বৃদ্ধির ঘোষণা করল মারুতি সুজুকি। S-Presso, Dzire, Swift, Wagon R, Grand Vitara, Fronx, ও Jimny-এর মতো এই হ্যাচব্যাকটি কিনতে বেশি টাকা গুনতে হবে ক্রেতাদের। উল্লেখ্য, সাম্প্রতি গাড়িটিতে ছয়টি এয়ারব্যাগ যুক্ত হয়ে যাত্রী সুরক্ষা আরও মজবুত করেছে।
Alto K10 গাড়িটির ২০,০০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এটি শুধুমাত্র VXi+ (O) AGS ভেরিয়েন্টের ক্ষেত্রে প্রযোজ্য। এরপর VXi (O) এবং VXi+ (O) ট্রিমের দাম ১৫,০০০ টাকা করে বৃদ্ধি পেয়েছে। VXi (O) AGS মডেলটি আগের থেকে ১৩,৫০০ টাকা দামি হয়েছে। অল্টোর Std (O), LXi (O), এবং LXi (O) CNG ভেরিয়েন্টগুলির দাম ১০,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। গাড়িটির দাম এখন ৪.০৯ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ৬.০৫ লক্ষ টাকা (সমস্ত দাম, এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে।
মারুতি অল্টো কে১০ একটি ১ লিটার পেট্রোল ইঞ্জিনে দৌড়য় যা ৬৭ হর্সপাওয়ার এবং ৮৯ এনএম টর্ক তৈরি করতে সক্ষম। এই ইঞ্জিন ৫ স্পিড ম্যানুয়াল ও ৫ স্পিড এএমটি ট্রান্সমিশনের সাথে উপলব্ধ। অল্টোর সিএনজি ভেরিয়েন্টেও একই ইঞ্জিন বর্তমান যা ৫৬ বিএইচপি এবং ৮২ এনএম টর্ক উৎপন্ন করে। এতে স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে ছয়টি এয়ারব্যাগ ও পিছনের যাত্রীদের জন্য থ্রি-পয়েন্ট সিট বেল্ট দেওয়া হয়েছে।
মারুতির এই গাড়ির ফিচার্স লিস্টে রয়েছে, চারটি স্পিকার, ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, ম্যানুয়াল অ্যাডজাস্টেবল আউটসাইড রিয়ার ভিউ মিরর, রিভার্স পার্কিং সেন্সর, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, সিট বেল্ট রিমাইন্ডার, হাই স্পিড অ্যালার্ট সিস্টেম, ইঞ্জিন ইমোবিলাইজার, ইত্যাদি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.