নতুন রঙ ও গ্রাফিক্স সহ আসছে TVS Sport বাইক, দাম অপরিবর্তিত থাকবে?

টিভিএস মোটর সম্প্রতি একটি টিজার প্রকাশ করে নিশ্চিত করেছে যে, শীঘ্রই তাদের জনপ্রিয় কমিউটার বাইক TVS Sport এর নতুন কালার অপশন আসতে চলেছে। শুধু কালার নয়, এর সাথে থাকবে নতুন আকর্ষণীয় গ্রাফিক ডিজাইনও। অনুমান করা হচ্ছে, এই কসমেটিক আপডেটের সঙ্গে বাইকটির দামও কিছুটা বাড়ানো হতে পারে।

বর্তমানে TVS Sport দুইটি ভ্যারিয়েন্টে উপলব্ধ – ES ও ELS। উভয় ভ্যারিয়েন্টেই ১০৯.৭ সিসির সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে, যা সর্বোচ্চ ৮.০৮ বিএইচপি শক্তি এবং ৮.৭ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। এতে ৪-স্পিড গিয়ারবক্স আছে।

টিভিএস স্পোর্ট এর নতুন ভার্সনে ফুয়েল ট্যাঙ্ক, সাইড প্যানেল এবং হেডলাইট কাউলে নতুন গ্রাফিক্স দেখা যেতে পারে। যদিও এতে কোনো যান্ত্রিক পরিবর্তন দেখা যাবে না, তবে কসমেটিক আপডেটগুলো বাইকটির আকর্ষণ যথেষ্ট বাড়াবে।

এদিকে সাসপেনশনের ক্ষেত্রে সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক ও পেছনে পাঁচ-স্টেপ অ্যাডজাস্টেবল শক অ্যাবজর্ভার থাকবে। ব্রেকিংয়ের জন্য উভয় চাকায় ড্রাম ব্রেক দেওয়া হতে পারে। তবে ডিস্ক ব্রেকের কোনো সুবিধা থাকবে না। টিভিএস স্পোর্ট বাইকে অ্যালয় হুইল, টিউবলেস টায়ার, অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, স্পিডোমিটার, ফুয়েল গেজ, ইকোনোমিটার এবং ইলেকট্রিক স্টার্টার পাওয়া যেতে পারে।

উল্লেখ্য, TVS এর আরেকটি জনপ্রিয় বাইক Apache সিরিজ ২০ বছর পূর্ণ করছে। ২০০৫ সালে অ্যাপাচে ১৫০ দিয়ে এই যাত্রা শুরু হয়েছিল। এখনও পর্যন্ত বিশ্বজুড়ে ৬ মিলিয়নেরও বেশি ক্রেতা রয়েছে এই সিরিজের।