Ultraviolette এর পরবর্তী ইলেকট্রিক বাইক ‘Shockwave’-এর ডিজাইন পেটেন্ট সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে। পেটেন্টে দেখা গেছে, বছরের শুরুতে প্রদর্শিত কনসেপ্ট ভার্সনের তুলনায় প্রোডাকশন মডেলটি কিছুটা সাধারণ হবে, যা রাস্তায় চালানোর জন্য উপযোগী হবে বলেই আমাদের ধারণা।
উদাহরণ হিসেবে বলা যায়, কনসেপ্ট বাইকে দেখা গিয়েছিল চটকদার ফর্ক কভার ও ব্রেক লিভার প্রটেক্টর, যা প্রোডাকশন মডেল থেকে বাদ দেওয়া হয়েছে। পেটেন্টে আরও দেখা গেছে – হেডলাইট, টেইল ল্যাম্প, এমনকি টার্ন ইন্ডিকেটরও অনুপস্থিত। ফলে ধারণা করা যাচ্ছে, হয়তো বাইকটির ট্র্যাক-স্পেসিফিক কোনো ভার্সন তৈরি হচ্ছে, কিংবা একাধিক ভ্যারিয়েন্ট একসঙ্গে আসতে পারে।
Ultraviolette Shockwave বাইকটি তৈরি হচ্ছে একেবারে নতুন ও লাইট ওয়েট প্ল্যাটফর্মে, যার লক্ষ্য মূলত রোডস্টার ও অফ-রোড উভয়ের জন্য উপযোগী করে তোলা। তবে আগের এন্ড্যুরো বাইকগুলির মতো শুধুমাত্র ট্র্যাক-ভিত্তিক নয়, বরং রাস্তায় চলার জন্য সহযোগী ডিজাইন এতে লক্ষ্যণীয়।
Ultraviolette Shockwave ইলেকট্রিক বাইকে ১৪.৫ বিএইচপি ক্ষমতার ইলেকট্রিক মোটর দেওয়া হতে পারে, সঙ্গে থাকবে ৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি। ব্র্যান্ডটি দাবি করছে, এটি একবার চার্জে ১৬৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। ০-৬০ কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে এর সময় লাগবে মাত্র ২.৯ সেকেন্ড। বাইকটির সর্বোচ্চ টর্ক ৫০৫ এনএম। এর ওজন মাত্র ১২০ কেজি, আর টপ স্পিড ১২০ কিমি প্রতি ঘণ্টা।
এই বাইকে চারটি ট্র্যাকশন কন্ট্রোল মোড, সুইচযোগ্য ডুয়াল-চ্যানেল এবিএস, আর ছয় ধাপের রিজেনারেটিভ ব্রেকিং থাকবে। এটি ‘কসমিক ব্ল্যাক’ এবং ‘ফ্রস্ট হোয়াইট’ কালার অপশনে পাওয়া যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.