অটোকার

অপেক্ষার অবসান! লঞ্চ হল ভারতের প্রথম সৌরশক্তি চালিত গাড়ি, দাম শুনলে কিনতে ছুটবেন

Published on:

vayve mobility eva solar car launch auto expo 2025 price rs 3 25 lakh

অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের প্রথম সৌর-চালিত গাড়ি লঞ্চ হয়ে গেল। নতুন দিল্লিতে অনুষ্ঠিত ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এ এই সোলার কার প্রকাশ করেছে Vayve Mobility। Eva নামে সৌরশক্তি চালিত সেই গাড়ির দাম শুরু হচ্ছে ৩.২৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে। এটি তিনটি ভ্যারিয়েন্টে এসেছে – নোভা, স্টেলা এবং ভেগা।

ক্রেতারা সাবস্ক্রিপশন হিসাবে ব্যাটারি বেছে নিতে পারবেন অথবা গাড়ির সাথে কেনার বিকল্প পাবেন। ব্যাটারি সহ Vayve Eva কিনতে খরচ হবে ৩.৯৯ লক্ষ (এক্স-শোরুম) এবং ব্যাটারি সাবস্ক্রিপশনে নিলে দাম পড়লে ৩.২৫ লক্ষ (এক্স-শোরুম) টাকা। উভয় ক্ষেত্রেই এই দাম প্রাথমিক এবং শুধু প্রথম ২৫,০০০ গ্রাহকদের জন্য দেওয়া হবে। ডেলিভারি ২০২৬ সালের মধ্যে শুরু হবে বলে জানিয়েছে কোম্পানি।

WhatsApp Community Join Now

এই ছোট হ্যাচব্যাক গাড়ির ছাদে একটি নমনীয় সৌর প্যানেল রয়েছে, যা প্রতিদিন ১০ কিমি পর্যন্ত অতিরিক্ত রেঞ্জ সরবরাহ করবে বলে দাবি করা হয়েছে। Vayve Mobility জানিয়েছে, এই সোলার ইলেকট্রিক গাড়ি চালাতে প্রতি কিলোমিটারে ০.৫ পয়সা খরচ হবে। ফলে বাজারে উপলব্ধ অন্যান্য বৈদ্যুতিক গাড়ির থেকেও সাশ্রয়ী এটি।

ইভার ব্যাটারি ফুল চার্জে ২৫০ কিমি পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে। আর সোলার প্যানেল থেকেই বছরে ৩০০০ কিমি অতিরিক্ত রেঞ্জ পাওয়া যাবে। আবার ৫ মিনিটের চার্জেই গাড়িতে ৫০ কিমি চলার শক্তি যোগ হবে। Vayve Eva সোলার গাড়ি মাত্র ৫ সেকেন্ডে ০-৪০ কিমি/ঘন্টা স্প্রিন্ট করতে পারে।

মডেলটিতে স্মার্টফোন ইন্টিগ্রেশন, ওভার-দ্য-এয়ার (ওটিএ) আপডেট, রিমোট মনিটরিং এবং ভেহিকেল ডায়াগনস্টিকস ফিচার অন্তর্ভুক্ত রয়েছে। এই গাড়িতে দুই জন মানুষ বসতে পারবে বলে জানা গিয়েছে। কম দাম ও সোলার প্যানেল থাকার ফলে এই গাড়ি দেশের পরিবহনের জগত বদলে দিতে পারে বলে আশা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন