ফোনের পর এবার ল্যাপটপ আনছে Motorola, টিজার প্রকাশ করল Flipkart

লেনোভো মালিকানাধীন Motorola বাজারে দুর্দান্ত স্মার্টফোন ও ফোল্ডেবল ফোন আনার জন্য জনপ্রিয়। তবে ব্র্যান্ডটি এবার ল্যাপটপ লঞ্চ করতে চলেছে। শীঘ্রই সংস্থার প্রথম ল্যাপটপ এদেশের বাজারে পা রাখতে চলেছে। এটি ই-কমার্স সাইট Flipkart থেকে কেনা যাবে। আশা করা যায় এটি মিড রেঞ্জে লঞ্চ হবে। আসুন Motorola -র ল্যাপটপ সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
Motorola আনছে নতুন ল্যাপটপ
ফ্লিপকার্ট সম্প্রতি একটি টিজার প্রকাশ করেছে। যেখান থেকে স্পষ্ট যে মোটোরোলা প্রথম ল্যাপটপ আনতে চলেছে। টিজারে লেখা আছে ‘শীঘ্রই ল্যাপটপের এক নতুন পৃথিবীর সূচনা হতে চলেছে।’ এই টিজারে মোটোরোলার লোগো দেখা গেছে।
যদিও এর লঞ্চের তারিখ এখনও জানা যায়নি। তবে আশা করা যায় এটি মে মাসে ভারতে লঞ্চ হবে এবং ডেল, এইচপির মতো ব্র্যান্ডের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এর দাম 50 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে।
অনুমান করা শক্ত নয় যে, Motorola শীঘ্রই সোশ্যাল মিডিয়া পেজ থেকে নতুন ল্যাপটপের বিষয়ে জানাবে। এরপরই আমরা এর বিশেষত্ব সম্পর্কে জানতে পারবো। আমরা যেইমাত্র আসন্ন এই ল্যাপটপ সম্পর্কে জানতে পারবো, আপনাদের সাথে শেয়ার করবো।