আপনি যদি কম দামে দীর্ঘ ব্যাটারি লাইফ ও স্টাইলিশ ডিজাইনের ইয়ারবাডস কিনতে চান তাহলে numBer এর নতুন TWS ইয়ারবাডস Navo Buds X1 বেছে নিতে পারেন। সম্প্রতি এটি ভারতে লঞ্চ হয়েছে। এই ইয়ারবাডসে আকর্ষণীয় মেটাল ফিনিস রয়েছে, যা আয়নার মতো চকচক করে। সংস্থার দাবি, ফুল চার্জে এটি ৫০ ঘণ্টা পর্যন্ত প্লেটাইম দেবে। শুরুতে এই অডিও ডিভাইসটি ৬০০ টাকারও কম দামে কেনা যাবে। আসুন numBer Navo Buds X1 ইয়ারবাডস এর দাম ও ফিচার জেনে নেওয়া যাক।
নাম্বার নাভো বাডস এক্স১ বর্তমানে ৫৯৯ টাকায় কেনা যাচ্ছে। এর পরে ইয়ারবাডসটির দাম ৭৯৯ টাকা হয়ে যাবে। এটি ব্ল্যাক সান, ব্লু পুল, গ্রিন স্টোন, গ্রে স্টোন এবং হোয়াইট স্কাই কালারে কেনা যাবে। ইয়ারবাডসটি ফ্লিপকার্ট থেকে বিক্রি হবে।
এই ইয়ারবাডসে ১৩ মিমি ড্রাইভার এবং ডুয়েল মাইক এআই-ইএনসি প্রযুক্তি সাপোর্ট করে, যা কল করার সময় ব্যাকগ্রাউন্ড নয়েজ কমিয়ে দেবে। এতে ডুয়েল পেয়ারিং ফিচার আছে, যা একই সাথে দুটি ব্লুটুথ ডিভাইসের মধ্যে সহজে স্যুইচিংয়ের অনুমতি দেয়। এটি আইপিএক্স৫ রেটিং সহ আসায় জল ও ধুলো থেকে সুরক্ষিত থাকবে। এতে সিরি এবং গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করে।
সংস্থাটি দাবি করেছে যে ফুল চার্জে কেস সহ মোট ৫০ ঘন্টা প্লেটাইম দেবে numBer Navo Buds X1। এর কেসে ৩০০ এমএএইচ ব্যাটারি আছে। বাডগুলি পুরো চার্জে ৮ ঘন্টা প্লেটাইম অফার করবে। প্রতিটি বাডে রয়েছে ৪০ এমএএইচ ব্যাটারি। এটি ৪৫ এমএস লো ল্যাটেন্সি গেমিং মোড সমর্থন করে। এতে ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং সংস্থাটি জানিয়েছে যে মাত্র ১৫ মিনিটের চার্জিংয়ে ১৫০ মিনিট গান শুনতে দেবে numBer Navo Buds X1।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.