শীঘ্রই বাজারে আসছে Poco Pad M1 ট্যাবলেট, থাকছে শক্তিশালী Snapdragon চিপসেট ও বিশাল ব্যাটারি

গত বছরের মে মাসে বাজারে এসেছিল Poco Pad, যেখানে ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট এবং ১০,০০০ এমএএইচ ব্যাটারি। এখন মনে করা হচ্ছে যে শাওমির সাব-ব্র্যান্ডটি এই ট্যাবের উত্তরসূরি Poco Pad M1 এর ওপর কাজ করছে। যদিও ডিভাইসটির সর্ম্পকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি, তবে Poco Pad M1 মডেলটিকে সম্প্রতি TDRA ওয়েবসাইটে দেখা গেছে। এই লিস্টিংটি ইঙ্গিত দিচ্ছে যে ট্যাবলেটটি খুব শীঘ্রই বাজারে পা রাখতে পারে।
Poco Pad M1 ট্যাবে থাকতে পারে Redmi Pad 2 Pro এর মতো একই স্পেসিফিকেশন
আসন্ন Poco Pad M1 গতকাল টেলিকমিউনিকেশন এবং ডিজিটাল গভর্নমেন্ট রেগুলেটরি অথরিটি ওয়েবসাইটে 2509ARPBDG মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। লিস্টিংটি মডেলটিকে ওয়াই-ফাই ভ্যারিয়েন্ট হিসাবে নিশ্চিত করেছে। তবে ডিভাইসের নাম এবং মডেল নম্বর ছাড়া সার্টিফিকেশন সাইট থেকে আর কোনো অতিরিক্ত তথ্য প্রকাশ করা হয়নি।
টিডিআরএ-এর সাইটে Poco Pad M1 এর সাথে কম্প্যাটিবল কিবোর্ড (মডেল নম্বর 25096KB7FG) এবং ফোকাস পেন (মডেল নম্বর 25099MP2CG) এর মতো অ্যাক্সেসরিজগুলিও অন্তর্ভুক্ত হয়েছে। পোকো গত মাসে উন্মোচিত হাওয়া Redmi Pad 2 Pro এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে Poco Pad M1 ট্যাবলেটটিকে বাজারে আনবে বলে আশা করা হচ্ছে। ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ রেডমি ট্যাবটির বেস ভ্যারিয়েন্টটির দাম ছিল ২৯৯.৯০ ইউরো (প্রায় ৩১,০০০ টাকা)।
Redmi Pad 2 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার
রেডমি প্যাড ২ প্রো ট্যাবলেটে আছে ১২.১ ইঞ্চির ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন ২.৫কে এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সাথে অ্যাড্রেনো ৮১০ জিপিইউ, ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। ট্যাবলেটটি ডলবি অ্যাটমস সাপোর্ট সহ কোয়াড-স্পিকার সেটআপের সাথে এসেছে।
ফটোগ্রাফির জন্য, Redmi Pad 2 Pro মডেলের রিয়ার প্যানেলে ৮ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত। আর এর সামনেও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Pad 2 Pro ট্যাবটি ৩৩ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ২৭ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট সহ বিশাল ১২,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে।
জানিয়ে রাখি, Poco Pad M1 গত বছর লঞ্চ হওয়া Poco Pad-এর উত্তরসূরি হবে বলে আশা করা হচ্ছে। Poco Pad-এর মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে আছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর, ১০,০০০ এমএএইচ ব্যাটারি, ডলবি অডিও সাপোর্টেড কোয়াড স্পিকার এবং একটি ১২.১ ইঞ্চির ১২০ হার্টজের ২.৫কে ডলবি ভিশন-সাপোর্টেড ডিসপ্লে। এর সামনে এবং পিছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। এই পোকো ট্যাবলেটটি কোম্পানির প্রথম অ্যান্ড্রয়েড ট্যাবলেট হিসাবে গত বছর আগস্টে ভারতে লঞ্চ করা হয়েছিল, যার ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ বিকল্পের দাম ২৩,৯৯৯ টাকা।