Thomson আজ ভারতে নতুন একটি ৪৩ ইঞ্চির QLED টিভি লঞ্চ করল, যার দাম রাখা হয়েছে ২৫,০০০ টাকার কম। এই টিভিটি ৪কে রেজোলিউশন, ঝকঝকে কালার, এবং ৫০ ওয়াট ডলবি অ্যাটমস সাউন্ড সহ এসেছে। ফলে যারা বাড়ি বসেই সিনেমা হলের মজা নিতে চান তারা Thomson QLED TV কিনতে পারেন। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
থমসন কিউএলইডি ৪৩ ইঞ্চি টিভির দাম রাখা হয়েছে ২১,৪৯৯ টাকা। আগামী ২৭ জুন থেকে এর বিক্রি শুরু হচ্ছে। ডিভাইসটি কেবল ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে এর সাথে ব্যাঙ্ক অফার ও ইএমআই অপশন পাওয়া যাবে।
থমসন কিউএলইডি ৪৩ ইঞ্চি টিভিতে ৪কে QLED ডিসপ্লে পাওয়া যাবে, যা প্রায় ১ বিলিয়ন রঙ অফার করবে। এই টিভিতে ব্যবহার করা হয়েছে AI PQ চিপসেট। সাউন্ডের জন্য এতে ৫০ ওয়াট ডুয়াল স্পিকার রয়েছে, যার সঙ্গে ডলবি অ্যাটমস আর DTS TruSurround সাপোর্ট করবে।
এই টিভিতে ছয়টি আলাদা পিকচার মোড (মুভি, গেম, স্পোর্টস ইত্যাদি) এবং ছয়টি সাউন্ড মোড আছে। আবার এতে গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। ফলে মুখে বলেই অনেক কাজ করা যাবে।
বেজেল-লেস ডিজাইনের Thomson QLED TV দেখতে আধুনিক। এতে ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, Chromecast সাপোর্ট, ২ জিবি র্যাম ও ১৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, এই টিভিতে Netflix, Prime Video, Hotstar সহ ১০,০০০-এরও বেশি অ্যাপ সাপোর্ট করবে।
Thomson QLED TV এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ৩টি এইচডিএমআই, ২টি ইউএসবি পোর্ট সাপোর্ট করবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.